২০০৫ সালে নাসার একটি গুপ্ত মহাকাশ যান কাসিনি ইনক্লেডাসে পাঠানো হয়, সেখান থেকে প্রমাণ পাওয়া যায় যে ইনক্লেডাসে লবনাক্ত সাগর রয়েছে। সেই মহাকাশ যানটিতে হাইড্রোজেন গ্যাসের নমুনাও পাওয়া যায় যা থেকে বুঝা যায় সেখানে যে ধরণের রাসয়নিক বিক্রিয়া চলছে সে একই রাসয়নিক বিক্রিয়া গুলোর মাধ্যমেই অণুজীব পৃথিবীতে খাদ্য উৎপাদন করে থাকে।
“যদিও বৃহস্পতির একটি উপগ্রহ ইউরোপাতেই বরফের পৃষ্ঠতল এবং লবনাক্ত সাগর রয়েছে কিন্তু সেখানে কোন প্রাণের সন্ধান পাওয়া যায়নি”
এই বলে মন্তব্য করেছেন Southwest Research Institute in San Antonio, Texas এর একজন জ্যোতির্বিজ্ঞানী হন্টার ওয়েট। তিনি আরো বলেন যে ইউরোপাতেও অনুজীবের খাদ্যের সন্ধান পাওয়া গিয়েছিল।
আরো গবেষণায় ইনক্লেডাসে মিথেন ও ফরমাল ডিহাইড সহ বিভিন্ন যৌগের সন্ধান পাওয়া গিয়েছে। অক্টোবর ২০১৫ সালে, ইনক্লেডাসের পৃষ্ঠতল থেকে ৪৮ কিমি উপরে হাইড্রোজেন গ্যাস এর সন্ধান পাওয়া গিয়েছে। বিজ্ঞানীরা বলেছেন সেখানে থাকা সাগরের পানি লৌহ বা অন্য কোন সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করেছে। এই হাইড্রোজেন অণুজীবের সৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি করেছিল বলেই আমাদের পৃথিবীতে অণুজীবের জন্ম লাভ করে। এবং সেখান থেকেই প্রাণের আবির্ভাব ঘটেছে।
হাইড্রোথারমাল রিয়েকশন এর কারণে সেখানে প্রতিদিনই নতুন নতুন যৌগ উৎপন্ন হচ্ছে যা আমাদের কাছে খুবই আশ্চর্যজনক। ইনক্লেডাসে অবশ্যই লুকিয়ে আছে অনেক রহস্য। ভবিষ্যতে এ সম্পর্কিত আরো নতুন নতুন গবেষণা করা হবে বলে জানানো হয়েছে নাসা থেকে।