আবারো চালু হচ্ছে ‘Airship’

বিংশ শতাব্দীর ভয়ানক কিছু দুর্ঘটনার কারণে Airship সম্পর্কে সকলের মাঝে নেতিবাচক চিন্তা প্রবেশ করে ।

একদল অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার Airship নিয়ে পুনরায় কাজ শুরু করে। একটি প্রোটোটাইপ মডেল তৈরি করা হয় Airlander 10 নামে। ২০১২ সালে এর টেস্ট ফ্লাইট শুরু হয়। Airship এর দুটি প্রধান সমস্যা ল্যান্ডিং ও হ্যান্ডেলিং আপডেট করাই টিমটির মুল কাজ ছিলো। চলতি বছরে যে টেস্ট করা হবে সেখানে দুটি বিষয়ের উপর বেশি নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে। টেক অফ কন্ট্রলিং আর On Air speed Tracking। প্রায় ৯২ মিটার লম্বা এই Airlander 10 এর মধ্যে Aeroplane, হেলিকপ্টার ও Airship এর মিশ্র পদ্ধতি ব্যবহার করা হয়েছে । অর্থাৎ হাইব্রিড এয়ারশিপ। টিম মেম্বার এর একজন জানিয়েছে, ভবিষ্যতে এটিকে প্যাসেঞ্জার বহনের উপযোগী করে বানানো হবে।

প্রতিবেদকঃ শিহাব শিকদার

Comments are closed.