জিওগ্রাফার রিচারড হিডি , যাকে সাধারণত “হিডাই” উচ্চারণ করা হয়, একজন নামকরা কার্বন একাউন্টেন্ট। তাঁর জরিপ মতে বিশ্বের ৯০ টি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি বায়ুমন্ডলে অতিরিক্ত কার্বন নিঃসরণের জন্য দায়ী। তিনি যেসব কোম্পানিকে দায়ী করেন তার মধ্যে শেভ্রন, ন্যাশনাল ইরানিয়ান অয়েল কো., রয়্যাল ডাচ শেল এর মত বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ কোম্পানি তালিকাভুক্ত।
তাঁর জরিপ সম্পর্কে মতামত চাওয়া হলে ইউনিভার্সিটি অফ ক্যালিফোরনিয়ার প্রফেসর ডেভিড ভিক্টর বলেন , “আসলে বলতে গেলে আমরা সবাই জ্বালানী ব্যাবহারকারী তাই এ ব্যাপারে আমরা সকলেই দায়ী”।