ঘাম থেকেও যখন সুগন্ধ

রোদে ঘেমে যাওয়া শরীরের কাপড়ের মধ্যে যে দুর্গন্ধ নিশ্চয়ই সবার কাছে বাজে লাগবে। যদি এমন হয় যে, ঘাম থেকে সুগন্ধ বের হয় তবে তা আর বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না।
বায়োহাইব্রিড ওয়ারেবল স্টাডি এর লেখক Wen Wang জানিয়েছেন, নতুন পদ্ধতিতে শার্ট তৈরিতে ব্যাকটেরিয়া অগ্রদূত হিসেবে কাজ করবে। প্রোটোটাইপ তৈরির জন্য বিভিন্ন ধরনের ল্যাটেক্স ও ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করতে থাকলো MIT এর গবেষকরা। কিছু প্রোটাইপ তৈরির পর তারা এমন একটি প্রোটোটাইপ বানালো যেখানে দুইটি Latex এর মাঝখানে ব্যাকটেরিয়ার একটি স্তর রয়েছে । তবে একটা জিনিষ সম্পর্কে তারা এখনো জানায় নি তা হলও, “এটি কি ধোয়া যাবে?” প্রেস কনফারেন্স এর উত্তরে গবেষকদের মধ্যে একজন বলেন, এর ব্যাকটেরিয়া লেয়ার সকল প্রকার Organic Dirt কে খাদ্য হিসেবে গ্রহণ করবে। তাছাড়া আরও জানিয়েছেন, শার্ট এ Wine বা রক্ত লাগলে তা আর ধোয়ার প্রয়োজন হবে না , এগুলো খাদ্য হিসেবে নিবে ব্যাকটেরিয়া। এই বায়ো টেকনোলোজি শুধু মাত্র যে, সুগন্ধ তৈরির জন্য তা নয় বরং কাপড় জেনো ধোয়া না লাগে সেজন্যও কাজ করছে তারা। কারণ, কাপড় ঘনঘন ধোয়ার ফলে ফ্যাব্রিক দুর্বল হয়ে যায়। “পরিবেশকে আরও উপযোগী আর ভবিষ্যতের ফ্যাশনের কথা চিন্তা করেই আমাদের এই Clothing Technology.” – গবেষকদের মধ্যে একজন।

কিন্ত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে, যদি শার্ট টা অনেক দিন পরিধান করা না হয় তবে ব্যাকটেরিয়ার লেয়ার কিভাবে টিকে থাকবে? এই নিয়েই গবেষণা চলছে তাদের।

এখন ধরুন আপনি জিম এ যাচ্ছেন নিয়মিত। যে ড্রেস পরে আপনি ব্যায়াম করেন তা অবশ্যই ঘেমে দুর্গন্ধ বের হয়। তারউপর প্রতিদিন তা ধোয়া আরেকটা কষ্টকর কাজ। এখন যদি আপনাকে এমন একটি শার্ট দেওয়া হয় যা পরলে আপনি যত ঘামবেন ততো সুগন্ধ বের হবে আর আপনার শরীর এর ঘাম শুষে নিবে তাহলে কেমন হবে??                   

Comments are closed.