চলুন দেখে আসি কিছু ব্যর্থ চেষ্টাঃ অবিরাম ঘূর্ণন যন্ত্র!

পার্পেচুয়াল মোশন মেশিন অথবা অবিরাম ঘূর্ণন যন্ত্র। ব্যাপারটা নিয়ে আমাদের কম বেশি সবারই আগ্রহ আছে। এইটা এমন একটা যন্ত্র যাতে কোন এনার্জি ইনপুট ছাড়াই আউটপুট পাওয়া যায়। আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র মতে এটা অসম্ভব।

তবুও কিছু তুখোড় ফিজিসিস্ট, গণিতবিদ, আর্টিস্ট, মেকানিক ও অনেক সাধারণ মানুষও এই মেশিন বানাতে গিয়ে জীবন বাজি রেখেছেন। কারো কারো কাজ একেবারেই বিফলে কাজ আবার কারো কাজ পুরোপুরি বিফলে যায় নি। অনেকের কাজই কার্নো ইঞ্জিনের কাছাকাছি ইঞ্জিন আবিষ্কারের দাড় খুলে দিয়েছে।

এই ভিডিওটাতে টপ ১০ টা অবিরাম ঘূর্নণ যন্ত্র নিয়ে কথা বলা হয়েছে। দেখে নিতে পারেন আইডিয়াগুলো।

Comments are closed.