প্রতিবেদকঃ তানভীর ইশরাক উৎস
আজকালকার চিকিৎসা শাস্ত্রে “স্টেম সেল ট্রিটমেন্ট” খুব পরিচিত একটা চিকিৎসা পদ্ধতি । সম্মানিত চিকিৎসক মহোদয়েরা ডায়াবেটিকস থেকে শুরু করে “মাকুলার ডিজেনারেশন” এর মত জটিল রোগের ক্ষত্রেও এই পদ্ধতি ব্যাবহার করতে পছন্দ করেন ।
কিন্তু গবেষকগণ এবার স্টেম সেল অপারেশনকে নতুন এক চমকপ্রদ ক্ষেত্রে ব্যাবহার করতে চাইছেন আর সেটা হলো “ডেথ রিভারসিং” বা জীবন ফিরিয়ে আনার ক্ষেত্রে । এই পদ্ধতিতে বিজ্ঞানীরা ক্লিনিক্যালি ডেথ বা ব্রেইন ডেথ প্যাশেন্টদের স্পাইনাল কর্ডে স্টেম সেল ইঞ্জেক্ট করতে চান । সেই সাথে তাঁরা মস্তিষ্কে প্রোটিন ব্লেন্ড ইঞ্জেকশন , ইলেক্ট্রিক্যাল নার্ভ সিমুলেশন, লেজার থেরাপি ব্যাবহার করবেন । এই প্রক্রিয়ায় তাঁরা মস্তিষ্কের স্নায়ুকোষগুলোর সংযোগকে পুনঃস্থাপিত করবেন এবং পুনর্জীবিত করবেন । আর এভাবেই ক্লিনিক্যালি ডেথ মস্তিষ্ক জীবন ফিরে পাবে । এ বছরেই শুরু হতে যাওয়া এই গবেষণা এখনো তাত্ত্বিক পর্যায়ে আছে।
সূত্রঃ Scientific American