পৃথিবীতে হাঙ্গরেরা বসবাস করছে গাছপালার (গুল্ম নয়, বড় গাছ) আবির্ভাবেরও আগ থেকে প্রায় ৪৫০ মিলিয়ন বছর ধরে। যেখানে প্রথম গাছের (পূর্ণাঙ্গ গাছ) দেখা পাওয়া যায় ৩৮৫ মিলিওন বছর আগে।
এই ৪৫০ মিলিয়ন বছরের ইতিহাসে আমাদের পৃথিবীতে ঘটে গিয়েছে ৫ টা মহা বিলুপ্তি। এর মধ্যে ৩য় মহাবিলুপ্তিতে সারা পৃথিবীর প্রায় ৭০% প্রাণী বিলুপ্ত হয়ে যায়। ৪র্থ মহাবিলুপ্তিতে ধ্বংস হয়ে যায় সকল ডাইনসর জাতীয় প্রাণী। কিন্তু হাঙ্গর এসবের মধ্যেও দিব্যি টিকে ছিল মহাসুখে। প্রয়োজন অনুসারে নিজেরা বিবর্তিত হয়েছে আর তৈরি করেছে অনেক প্রাজাতী।
তবে এই উনবিংশ-বিংশ শতাব্দীতে এসে কোন প্রকার মহাবিলুপ্তি বা প্রাকৃতিক দূর্যোগ ছাড়াই ৪৫০ মিলিয়ন বছরের এই যোদ্ধারা হারতে বসেছে। আজ হাঙ্গরের ৯৫% বিলুপ্ত হয়ে গেছে। আর এসবের কারণ একমাত্র মানুষ নামক বুদ্ধিমান প্রানী।
ছবিঃ কিউরিওসিটি।