প্রেম ভালোবাসা আগে ছিল চিঠিতে বন্দি এরপর এল ফেসবুক, হোয়াটস অ্যাপ। ইন্টারনেটের স্পীড বৃদ্ধির সাথে সাথে মানুষের আকাঙ্ক্ষাও বাড়তে থাকল। আসল ভিডিও কল। এবার এসব কিছুই না। সরাসরি প্রিয় মানুষকে ‘চুমু’ খাওয়া যাবে ফোনের মাধ্যমে!
ব্যাপারটা জটিল মনে হলেও সিম্পল। যদিও এতে একদম বাস্তবের মত আবেদন পাওয়া সম্ভব না, তবুও দুধের সাধ ঘোলে মেটানো যাবে এই আরকি। মেসেঞ্জারের মত ‘কিসেঞ্জার’ হলো এমন একটা ডিভাইস যেটা স্মার্ট ফোনের সাথে যুক্ত থাকবে। ডিভাইসটা মূলত প্লাস্টিক, মোটর আর সিলিকন দিয়ে তৈরি। এর মূল ম্যাকানিজমটা না জানলেও চলবে। তবে এখানে যা ঘটে সেটা অনেকটা এরকম, এক প্রান্ত থেকে কেউ চুমু দিলে সেই চুমুর প্রেসার ও অন্যান্য কিছু স্পর্শকীয় আবেদন ডিভাইসের সিলিকন চিপের নিচে থাকা সেন্সর রেকোর্ড করে নেয় এবং অন্যপাশে প্রায় একই সাময়ে অনেকটা বাস্তবের মত চুমুর অনুভূতি সৃষ্টি করে।
বাজারে এই ধরনের ডিভাইস খুব শীঘ্রই পাওয়া যাবে বলে মনে হচ্ছে। তো বাকিটা আর কি বলব! যার যার লাগবে প্রি অর্ডার দিয়ে রাখেন! আধুনিক যুগ বলে কথা :v
প্রতিবেদকঃ কামরুজ্জামান ইমন
তথ্যসূত্রঃ http://kissenger.mixedrealitylab.org/