প্রকৃতির প্রত্যেকটি ঘটনার পেছনে এক বা একাধিক কারণ থাকে । সমাধান ছাড়া যেমন সমস্যা থাকা সম্ভব নয় তেমনি কারণ ছাড়া ঘটনা ঘটাও সম্ভব নয় । কিছু কিছু ঘটনার কারণ আমরা পুরোপুরি ভাবে জানতে পারি । আবার কিছু কিছু জানা সম্ভব হয় না । তখন অনুমানের ওপর নির্ভর করতে হয় ।
আশ্চর্যজনক হলেও সত্য শিশুরা এই সব ক্ষেত্রে অনুমান গুলো এতটাই শুদ্ধ ভাবে করতে পারে যে তা বাস্তব কারণের প্রায় কাছাকাছি চলে যায় । কৃত্তিম বুদ্ধিমাত্রাবিষায়ক গবেষকগণ এমন একটি সফটওয়্যার ডিজাইন করছেন যা কম্পিউটার গুলোকে কোন ঘটনা ঘটার কারণ বুঝতে শেখানোর চেষ্টা করবে । বিজ্ঞানীরা এটাও দেখেছেন যে, তাঁরা সফটওয়্যারটিতে যে লজিক ব্যাবহার করেছেন শিশুরা অনেকটা সেভাবেই চিন্তা করে । তাই এই সফটওয়্যার যেমন কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যাপক উন্নয়ন সাধন করবে তেমনি এর উত্তরোত্তর উন্নয়ন শিশুদের শিখন পদ্ধতি আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে।
প্রতিবেদকঃ তানভীর ইশরাক উৎস
সূত্রঃ সায়েন্টিফিক আমেরিকান