শিশুদের শিখন পদ্ধতি বুঝতে সাহায্য করবে কৃত্তিম বুদ্ধিমত্তা!

প্রকৃতির প্রত্যেকটি ঘটনার পেছনে এক বা একাধিক কারণ থাকে । সমাধান ছাড়া যেমন সমস্যা থাকা সম্ভব নয় তেমনি কারণ ছাড়া ঘটনা ঘটাও সম্ভব নয় । কিছু কিছু ঘটনার কারণ আমরা পুরোপুরি ভাবে জানতে পারি । আবার কিছু কিছু জানা সম্ভব হয় না । তখন অনুমানের ওপর নির্ভর করতে হয় ।

আশ্চর্যজনক হলেও সত্য শিশুরা এই সব ক্ষেত্রে অনুমান গুলো এতটাই শুদ্ধ ভাবে করতে পারে যে তা বাস্তব কারণের প্রায় কাছাকাছি চলে যায় । কৃত্তিম বুদ্ধিমাত্রাবিষায়ক গবেষকগণ এমন একটি সফটওয়্যার ডিজাইন করছেন যা কম্পিউটার গুলোকে কোন ঘটনা ঘটার কারণ বুঝতে শেখানোর চেষ্টা করবে । বিজ্ঞানীরা এটাও দেখেছেন যে, তাঁরা সফটওয়্যারটিতে যে লজিক ব্যাবহার করেছেন শিশুরা অনেকটা সেভাবেই চিন্তা করে । তাই এই সফটওয়্যার যেমন কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যাপক উন্নয়ন সাধন করবে তেমনি এর উত্তরোত্তর উন্নয়ন শিশুদের শিখন পদ্ধতি আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে।

প্রতিবেদকঃ তানভীর ইশরাক উৎস

সূত্রঃ সায়েন্টিফিক আমেরিকান

Comments are closed.