1000000000000066600000000000001 এই বিশাল সংখ্যাটা একটা মৌলিক সংখ্যা (prime number). এই সুন্দর দেখতে হাবাগোবা মৌলিক সংখ্যার একটা ভয়ঙ্কর নাম আছে। আর সেটা হল ‘শয়তানের মৌলিক সংখ্যা’! এছাড়াও একে বলা হয় ‘বেলফেগরের মৌলিক সংখ্যা’
বেচারার এমন নামকরণের পেছনে কিছু কারণ আছে। সংখ্যাটার মাঝে ৬৬৬ আছে। এটাকে বলা হয় শয়তানের সংখ্যা (কারণ জানা নেই 🙁) তারপর ৬৬৬ এর আগে রয়েছে ১৩ টা শুন্য এবং পরে ১৩ টা শুন্য। এই ১৩ সংখ্যাকে সবাই আনলাকি নাম্বার বলে থাকে। এছাড়া পুরো সংখ্যায় অংক আছে ৩১ টা যার উলটো করলে হয় আবার সেই ১৩!
আর, বেলফেগর হল নরকের সপ্তম রাজকুমার! এসব মিলেই 1000000000000066600000000000001 এই সুন্দর মৌলিক সংখ্যাটাকে এমন ভয়ঙ্কর করে তুলেছে।
প্রতিবেদক