আমরা সকলেই জানি চাঁদে কোন মোবাইল বা টেলিফোন সংযোগের ব্যবস্থা নেই, কিন্তু ধরুন আপনি Apollo 11 এর কোন মিশনে চাঁদে অবতরণ করেছেন এবং ঘুরে বেড়াচ্ছেন চন্দ্রপৃষ্ঠে তখন নিশ্চয়ই বাড়িতে অথবা বন্ধুদের ফোন কল অথবা টেক্সট করে জানাতে ইচ্ছে হবে এটা কতটা সুন্দর!! আর আপনার এই কল্পনাটিই সত্যি হতে চলেছে ২০১৯ সাল থেকে।
সম্ভবত ২০১৯ থেকেই চাঁদে 4g মোবাইল নেটওয়ার্ক স্থাপন করতে যাচ্ছে ভোডাফোন। এবং ভোডাফোনকে সহযোগিতা করছে নোকিয়া ও গাড়ী নির্মাতা প্রতিষ্ঠান অডি। টাওয়ার স্থাপনের ফলে হয়ত উচ্চমাত্রার স্ট্রিমিং প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই পৃথিবীতে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।
চাঁদে 4g ইন্টারনেট টাওয়ার টাওয়ার
চাঁদে টাওয়ার স্থাপন প্রসঙ্গে ভোডাফোন কোম্পানির চীফ এক্সিকিউটিভ Hannes Ametsreiter বলেন, ” চন্দ্রপৃষ্ঠে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের ব্যাপারে জার্মান ভোডাফোন ও নোকিয়া সম্মেলিত ভাবে উদ্যোগ গ্রহন করেছে তবে এ ক্ষেত্রে নোকিয়া শুধু চন্দ্রপৃষ্ঠ থেকে মোবাইল সিগন্যাল পেতে হার্ডওয়ার গুলো সরবরাহ করবে ভোডাফোনকে।” এবং তিনি আরও বলেন, “এই প্রকল্পটি মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়নের একটি মৌলিক উদ্ভাবনী পদ্ধতি হবে বলে আমরা আশাবাদী।”
এছাড়াও নোকিয়া ও ভোডাফোন তরফ থেকে বলা হয় , নাসার প্রথম চন্দ্রাভিযানের ৫০ বছর উদযাপনে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।২০১৯ সালে কেপ কানাভেরাল থেকে স্পেস এক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে প্রোজেক্টের পথ চলা শুরু হবে বলেও তারা জানায়।
তবে কিভাবে কাজ করবে এটি সে ব্যাপারে নোকিয়া, ভোডাফোন ও অডির তরফ থেকে কিছু জানানো হয় নি। তবে বর্তমানে চাঁদে 4g না থাকলেও আছে ফ্রী ওয়াইফাই। এই বিষয়ে জানতে পড়ুন চাঁদে ফ্রী ইন্টারনেট, গতি ৬২২ মেগাবাইট/সেকেন্ড!
Leave a Reply