মনে করুন কয়েক ঘণ্টার মধ্যেই আপনার হার্টঅ্যাটাক হতে যাচ্ছে, এবং সেটি আপনার চিকিৎসককে জানিয়ে দেয়া হলো বেশ আগেই। চিকিৎসক দ্রুত ব্যবস্থাও নিলেন এবং হয়তো আপনি চিকিৎসার মাধ্যমে মারাত্নক একটি বিপদের হাত থেকে রক্ষা পেলেন। এরকম ঘটনা অনেকটা কল্পকাহিনীর মতো শোনালেও, এখন সেটি সম্ভব হতে চলেছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি কম্পিউটার প্রোগ্রামের কল্যাণে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) অধিদপ্তর
সম্প্রতি এমন একটি কম্পিউটার প্রোগ্রামের অনুমোদন দিয়েছে যা হৃদপিণ্ড বা ফুসফুসের আকস্মিক বন্ধ হয়ে যাওয়া সম্পর্কে আগাম বার্তা দিতে পারবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার এই দ্রুত অগ্রগতি সাধণের জন্য অসংখ্য ধন্যবাদ বায়োটেক ইঞ্জিনিয়ারদের এই দলটিকে যারা সম্প্রতি এমন একটি অ্যালগরিদম তৈরি করেছেন যেটি আপনার মৃত্যুবরণ সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বাণী করতে পারবে।
“ওয়েভ ক্লিনিক্যাল প্লাটফর্ম” নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কম্পিউটার প্রোগ্রামটি হার্ট বিট, ফুসফুসের শ্বাস নেয়ার ধরণ, রক্তের চাপ, শরীরের তাপমাত্রা আর অক্সিজেনের মাত্রা যাচাই করার মাধ্যমে হার্ট অ্যাটাক হওয়ার অন্তত ছয় ঘণ্টা আগে সংকেত দিতে পারবে।
এটি মূলত হাসপাতাল ওয়ার্কস্টেশন এবং ডিজিটাল মেডিকেল রেকর্ডগুলির একটি সমন্বিত সিস্টেমের তথ্য বিশ্লেষণ করে আগাম বার্তা দিবে যে রেকর্ডগুলি বিভিন্ন রোগীদের শারীরবৃত্তীয় তথ্য, অতীতের চিকিৎসা ইতিহাস, পারিবারিক ইতিহাস, ঔষধ, বয়স ইত্যাদির সমন্বয়ে গঠিত।
এই সমস্ত তথ্য বিশ্লেষণ করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কম্পিউটার প্রোগ্রামটি স্বয়ংক্রিয়ভাবে রোগীর ঝুঁকির পরিমাণ হিসাব করতে পারবে এবং যদি সন্দেহজনক কিছু সনাক্ত করে তবে সিস্টেমটি একটি স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ডাক্তারকে জানাতে পারবে।
এক্সেল মেডিকেল নামের একটি মেডিকেল টেকনোলজি কোম্পানি এই কম্পিউটার প্রোগ্রামটি তৈরি করেছে। কম্পিউটার প্রোগ্রামটির অ্যালগোরিদম ব্যবস্থার নামকরণ করা হয়েছে ভিসেনশিয়া সেফটি ইনডেক্স।
এক্সেল মেডিকেলের মহাব্যবস্থাপক ল্যান্স বার্টন বলেন, “এই কম্পিউটার প্রোগ্রামটি একজন রোগীর শারীরিক লক্ষণ যাচাই-বাছাই করে হার্টঅ্যাটাক হওয়ার অন্তত ৬ ঘণ্টা আগে সংকেত দিতে পারে। ফলে চিকিৎসক এবং সেবিকারা দ্রুত ব্যবস্থা নিতে পারবেন।”
তথ্যসূত্র :- IFL Science, TechDipper
Leave a Reply