অ্যান্ড্রয়েড পি: ব্যাটারির চার্জ বাঁচাবে Ai

খুব শীগ্রই অ্যান্ড্রয়েড এর নতুন ভার্শন আসতে চলেছে। ইতোমধ্যেই পিক্সেল ফোন গুলোতে এর বেটা ভার্শন এসে গেছে। অ্যান্ড্রয়েড ফোন গুলোতে ব্যাটারি লাইফ সর্বদাই একটি সমস্যা ছিল। অ্যান্ড্রয়েড সকল ভার্শনেই এ সমস্যা সমাধানে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। অ্যান্ড্রয়েড পি-তেও ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি লাইফ:

ব্যকগ্রাউন্ড সার্ভিসগুলো চালু রেখে ব্যবহারকারীদেরকে মাল্টিটাস্কিং এর সুবিধা দিবে এবং তা শুধু ৩ ঘণ্টার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না – এরূপ অপারেটিং সিস্টেম সকলেই বানাতে চায়। অ্যান্ড্রয়েড মার্শমেলো এর আগ পর্যন্ত এটি শুধুই একটি স্বপ্ন ছিল।

অ্যান্ড্রয়েড মার্শমেলোতে গুগল ‘ডোজ’ নামক একটি নতুন ফিচার যুক্ত করেছে। এটি ব্যাটারি লাইফ বেশ অনেকটা বৃদ্ধি করেছে। অ্যান্ড্রয়েড এর ইতিহাসে এটি একটি সন্ধিক্ষণ ছিল।

ডোজ মুড যখন ব্যবহারকারী ফোন ব্যবহার করেন না তখন ফোনের সকল প্রসেস বন্ধ করতে বাধ্য করে। একে ডিপ স্লিপ(Deep Sleep) বলা হয়। মার্শমেলো পর্যন্ত এটি শুধু একটি সমতলে থাকাকালীন অবস্থায় কার্যকর ছিল। কিন্তু নোগাটে পকেটে, ব্যাগে এমনকি হাঁটার সময়ও কার্যকর। যখনই ফোন ব্যবহার বন্ধ থাকে এটি ডিপ স্লিপে চলে যায়।

অ্যান্ড্রয়েড ওরিওতে এর সাথে এমন একটি ফিচার যুক্ত হয়েছে যা কিনা ব্যকগ্রাউন্ড অ্যাপ গুলোকে ব্যবহারকারীর সামনে তুলে ধরে। এটি ডোজ মুডের সাথে যুক্ত হয়ে ব্যাটারি লাইফের ইতিবাচক পরিবর্তন ঘটায়। বিশেষ করে যখন অ্যাপ গুলো অপারেটিং সিস্টেমের বিরুদ্ধে গিয়ে এর ব্যাটারি লাইফ হ্রাস করতে চেষ্টা করে।

অ্যান্ড্রয়েড পি-তে এই সমস্যা সমাধানে ডেভেলপাররা আরো একধাপ এগিয়ে গেছেন।

 

যেভাবে অ্যান্ড্রয়েড পি ব্যাটারি লাইফে পরিবর্তন আনবে:
এ বছর গুগল আই/ও তে অ্যান্ড্রয়েড পি এর ব্যাটারি লাইফের উন্নতি ঘটাতে যেসব নতুন পদ্ধতির আবিষ্কার হয়েছে টা নিয়ে বেশ কিছু ঘোষনা দেওয়া হয়। এর প্রধান দুটো হচ্ছে অ্যাডাপটিভ ব্যাটারি এবং অ্যাডাপটিভ ব্রাইটনেস।

 

অ্যাডাপটিভ ব্যাটারি কি?

গুগল অ্যালফাবেট এর ডিপমাইন্ড টিমের সাথে চুক্তিবদ্ধ হয়ে অ্যাডাপটিভ ব্যাটারি ফিচারটির সূচনা করেছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার করে অ্যাপ এবং সার্ভিসগুলোকে গুরুত্ব অনুযায়ী বিন্যস্ত করবে।

 

গুগল জানিয়েছে অ্যাডাপটিভ ব্যাটারির মাধ্যমে ডিভাইসটি শিখবে ব্যবহারকারী কখন কোন অ্যাপ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ব্যবহারকারী যেসব অ্যাপ কম ব্যবহার করবে অ্যাডাপটিভ ব্যাটারি সেগুলোকে বন্ধ করে দিবে। আবার, যদি দৈনিক একটু অ্যাপ নির্দিষ্ট সময়ে ব্যবহার করা হয় তবে ওই নির্দিষ্ট সময়ের জন্যই ওই অ্যাপ সচল থাকবে। প্রত্যাহিক যেগুলো ব্যবহার করা হয় না সেগুলো সর্বদাই বন্ধ থাকবে যদিনা ব্যবহারকারী নিজে থেকে অ্যাপ টি চালু না করেন।

উদাহরণস্বরূপ যদি একজন ব্যবহারকারী রাতে অফিস শেষে মেইল অ্যাপ চালান, তবে মেইল অ্যাপ সারাদিন বন্ধ থাকবে এবং রাতে অফিস শেষ হওয়ার সময়ের পরপরই চালু হবে। যদি ব্যবহারকারী মাসে কয়েকদিন অনিয়মিতভাবে মেইল অ্যাপ চালান তবে সেটি ব্যবহারকারীর নিজ থেকে চালু করার আগ পর্যন্ত বন্ধই থাকবে।

[one_fourth]গুগল জানিয়েছে অ্যাডাপটিভ ব্যাটারি ব্যবহারের পর ব্যাটারি লাইফ ৩০% বৃদ্ধি পেয়েছে।[/one_fourth][three_fourth_last]

[/three_fourth_last]

অ্যাডাপটিভ ব্রাইটনেস কি?

অ্যান্ড্রয়েডে বহু বছর থেকেই অটোমেটিক ব্রাইটনেস ফিচারটি ছিল। কিন্তু অ্যাডাপটিভ ব্রাইটনেস ফিচারটি এর থেকে কিছুটা আলাদা। অটোমেটিক ব্রাইটনেস এর ক্ষেত্রে অপারেটিং সিস্টেম লাইট সেন্সর ব্যবহার করে আশেপাশের প্রবেশের সাথে ডিসপ্লের ব্রাইটনেস এর সামঞ্জস্য করে থাকে।

অ্যাডাপটিভ ব্রাইটনেস এর ক্ষেত্রে ডিভাইসটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্যবহারকারীর ব্যবহারের উপর নির্ভর করে ডিসপ্লের উজ্জল্য নির্ধারণ করবে। উদাহরণস্বরূপ, ডিসপ্লের ব্রাইটনেস কমানোর পর পরই যদি ব্যবহারকারী ব্রাইটনেস বাড়ায় ডিভাইস এটি লক্ষ্য করবে এবং এই উপাত্ত নিয়ে পরবর্তীতে পদক্ষেপ নিবে।

ব্যবহারকারীর এসব উপাত্ত থেকেই অপারেটিং সিস্টেমটি শিখবে ব্যবহারকারী কিরকম উজ্জল্য পছন্দ করেন। এভাবে ব্রাইটনেস নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যাটারির চার্জ সংরক্ষণ করবে অ্যান্ড্রয়েড পি।

ব্যাটারি সেভার-এর পরিবর্তন:

[two_third]

[/two_third][one_third_last]পূর্ববর্তী ভার্শন গুলোতে এন্ড্রয়েড ১৫% এ স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারি সেভার অন করত। ব্যবহারকারী চাইলে এটি ৫ থেকে ১৫% এর মধ্যে পরিবর্তন করতে পারতেন।

তবে এখন ব্যবহারকারী এটি ৫ থেকে ৭৫% এর মধ্যে নিয়ন্ত্রণ করতে পারবেন।[/one_third_last]

[one_half]আর এখন এটি আর স্ট্যাটাসবার এবং নেভিগেশন বারের রং পরিবর্তন করে না। শুধু ব্যাটারির ভিতর একটু ‘+’ চিহ্ন দ্বারা বোঝায় ব্যাটারি সেভার অন আছে।[/one_half][one_half_last]

[/one_half_last]

সার্বিকভাবে ব্যাটারি লাইফ পরিবর্তনে গুগলের প্রচেষ্টা গুলো ধীরে ধীরে সফল হচ্ছে। পিক্সেল ডিভাইস গুলোতে অ্যান্ড্রয়েড পি-এর বেটা ভার্সন আসার পর থেকে এগুলোর ব্যাটারি লাইফে লক্ষণীয় উন্নতি দেখা গিয়েছে।

[button color=”blue” size=”medium” link=”https://bigganbortika.org/android-go/” icon=”” target=”true” nofollow=”false”]প্রাসঙ্গিকঃ এন্ড্রয়েড গো [/button]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>