Asus এর নতুন রোবট Zenbo


বর্তমান শতাব্দীতে এসে মানুষের যেমন প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পেয়েছে সেই সাথে তাল মিলিয়ে বৃদ্ধি পেয়েছে নিত্যনতুন প্রযুক্তিরও। তেমনই একটি অবাক করা আবিস্কার  Asus zenbo এটি চির চেনা হোম রোবটগুলোর মতই একটি হোম রোবট তবে এর রয়েছে নানাবিধ অবাক করা সব ফিচার। এটি একাধারে যেমন আপনার বাসা সামলাবে, সামলাবে স্কুল বাদ যাবে না ব্যবসায়িক কাজও।
আসুন এক নজরে দেখা নেওয়া যাক এর প্রধান প্রধান ফিচার গুলো।

Move: এটি সম্পূর্ণ স্বাধীনভাবে আপনার বাসার বিভিন্ন জায়গায় চলাচলের মত করে তৈরী যা আপনাকে যে কোন জায়গায় যে কোন সময় সহযোগিতা করতে প্রস্তুত।

See: Zenbo এর দর্শন ক্ষমতা অন্য হোম রোবট গুলোর থেকে উন্নত ধরনের এটি এর ক্যামেরা ব্যবহার করে দর্শনের কাজটি অত্যন্ত নিক্ষুতভাবে পরিচালনা করে। এছাড়াও ফেস রিকোনাইজিং প্রযুক্তি ব্যবহার করে ছবি তোলা,ভিডিও ধারন ছাড়াও ভিডিও কল করতে সক্ষম zenbo. এর পাশাপাশি উন্নত রিমোট সেন্সিং প্রযুক্তি থাকায় এটি অনায়াসেই গৃহস্থালির নানা ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণে সক্ষম।
Speak: অন্যসব কথা বলা রোবটের মতই এটি অাপনাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনার টুডু লিস্ট এমনকি শিশুদের বিনোদনের অংশ হিসেবে একজন গল্প কথকের কাজটি করে শিশুদের আনন্দ দিতে সক্ষম zenbo.
Hear: এটি স্বাভাবিক  ভাবে বিভিন্ন প্রশ্ন শুনে অত্যন্ত স্বাভাবিক ভাবে উত্তর দিতে সক্ষম। তারমানে প্রশ্ন করে মনেই হবে না কোন যন্ত্রের সাথে কথা বলছেন।

এছাড়াও আরো রয়েছেঃ

Learn: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করায় Zenbo আশেপাশের পরিবেশ ব্যবহারকারীর কথোপকথন এর মাধ্যমে নিজের জ্ঞান ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে সক্ষম।

Emote: হোম রোবট বা রোবট যাই বলি না কেন মুখ অভিব্যক্তি বিষয়টি আমাদের কাছে বহুল আকাঙ্খিত একটি বিষয়। আর এর সবটাই পাবেন Zenbo এর কাছ থেকে এটি প্রায় ৫০ টির মত মুখের  অভিব্যক্তি প্রদর্শনে সক্ষম।

Refined Sound: সবইতো হলো একটু গানবাজনা না হলে পূর্ণতা হযনা। তাই zenbo এর রয়েছে High quality built in stereo যার মাধ্যমে উপভোগ করতে পারবেন আপনার পছন্দের সব গান। এছাড়াও zenbo তে সংযোজন করা হয়েছে মিউজিক লাইট যা গান শোনায় এক অনন্য মাত্রা যোগ করবে।

Connect : zenbo এর সবথেকে প্রযোজনীয় ফিচার হচ্ছে এটি। Zenbo আপনার সকল অনলাইন ভিত্তিক কাজ, ওয়েব সাইট ব্রাউজ,অনলাইন শপিং ও অনলাইন ব্যাংকিং এর মত জটিল কাজগুলো করতে সক্ষম।

Android  প্রযুক্তি নির্ভর এই 18.5×18.5×31.5 cm ডায়মেনসনের ২.৭ কেজির হোম রোবটটিতে রয়েছে ৬” এর একটি অসাধারণ ডিসপ্লে। যেখানে zenbo এর নিজস্ব প্রযুক্তি নির্ভর অফিসিয়াল Avatar টিকে দেখা যাবে ব্যবহার করা যাবে স্মার্টফোন হিসেবেও। নিজস্ব স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে ১৬ জিবি মেমোরি এছাড়াও ১৩ মেগাপিক্সেল সমৃদ্ধ কেমেরা অনন্যতা দান করেছে Zenbo কে। ব্যাটারি ব্যাকাপের ব্যপারে Asus এর পক্ষ থেকে জানানো হয় টানা ৫ ঘন্টা ব্যবহার করা যাবে Zenbo কে। এছাড়াও রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, 2.4G & 5GHz,Bluetooth BT4.0 প্রযুক্তি।

উপরের ফিচার গুলো ছাড়াও Zenbo আপনার নিত্যনৈমত্তিক ভিন্ন রুটিন টুডু লিস্ট, বিভিন্ন সময়ে মোশোন ফটোগ্রাফি এমনকি Android প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন বিপদে আপন জনের মোবাইলে সংবাদ প্রেরনে সক্ষম এটি। এছাড়াও সম্প্রতি সময়ে শিশুদের কাছে zenboকে জনপ্রিয় কর তুলতে বাজারে আনা হয় Asus Zenbo junior যা Zenbo এর সকল কাজের পাশাপাশি স্কুল কলেজের বিভিন্ন প্রোগ্রামিং কোড গুলো কোডিং করতে সক্ষম। এছাড়াও Advanced App building এপস এর সংযোজনে বিভিন্ন ধরনের ছোট খাটো এপস তৈরী করতে পারবে এটি। এছাড়াও প্রোগ্রামিং এর মাধ্যমে গানিতিক হিসাব নিকাশ করতে সক্ষম এটি।
ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবহারের উদ্দেশ্যেও এতে যুক্ত করা হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ কিছু নতুন ফিচার। আর এই সব কিছুই আপনার হতে পারে ৭০০ ডলারের মত দামে।
তবে খুব শীঘ্রই Zenbo junior সকলের জনপ্রিয় একটি হোম রোবট হিসেবে আত্ম প্রকাশ করছে এব্যাপারে কোন সন্দেহ নেই।

Comments are closed.