ধূমপায়ী বন্ধু হতে সাবধান!!!!!!!

ধূমপান আপনার স্বাস্থ্যেরর জন্য ক্ষতিকর এটা সবাই জানে। কিন্তু যারা সিগারেট স্পর্শও করেন না তারাও সিগারেটের ধোঁয়া থেকে ক্ষতির মুখে। ধূমপায়ীর কর্তৃক নি:সৃত ধোয়া হতে পারে আপনার দীর্ঘকালীন কাশি কিংবা শ্বাসকষ্টের কারণ।

এক গবেষণায় দেখা গেছে যে ধূমপায়ী কর্তৃক নি:সৃত ধোয়া গুরুতর ফুসফুসের রোগের বিকাশ ঘটাতে পারে। প্রায় ৯.৬ মিলিয়ন মার্কিন কিশোর – কিশোরীরা হাপানীতে আক্রান্ত হয় শুধুমাত্র তার ধূমপায়ী সহপাঠীর জন্য।

এ্যাসলেই মেরিয়ানোস, ওহিও শহরের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের তামাক গবেষক এটা দেখে অবাক হন যে এটা শিশুদেরও আক্রান্ত করে থাকে। অর্থাৎ ধূমপায়ী বাবা হতেও পারে আদরের শিশুটি। তার দল মার্কিন এসব বাচ্চাদের সামগ্রিক অসুস্থতার হার এবং তাদের স্কুল উপস্থিতি পর্যালোচনা করেন। গবেষকরা ‘ PATH ‘ নামে পরিচিত একটি জাতীয় জরিপের তথ্যকেও ব্যবহার করেন তাদের গবেষণার কাজে। ২০১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসম্পদ অধিদপ্তর ১২ জনের উপর তামাকের প্রভাব সম্পর্কে জরিপ করেন। এবং এর ফলাফল যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যরক্ষা অধিদপ্তরের নির্দেশিকা বইতে সংযুক্ত করা হয়।

মেরিয়ানোসের গবেষণা দলটি ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত ‘PATH’ এর তথ্যাবলি থেকে ১২ থেকে ১৮ বছর বয়সীদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে। এতে দেখা যায় ৭,৩৮৯ জন কিশোরী তার ধূমপায়ী কাছের মানুষগুলো থেকেই বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।

গবেষণা দলটি প্রত্যেককে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করে তাদের ধূমপায়ী বন্ধু -বান্ধবী আত্মীয় স্বজন সম্পর্কে এবং তারা কতসময় ধূমপায়ী মানুষের সাথে কাটায়। জিজ্ঞাসাবাদে একটি সাধারণ বিষয় লক্ষ্য করা যায় যে ধূমপায়ীদের সাথে থাকা কিশোরীদের প্রথম দিকে শুষ্ক কাশি শুরু হয় এবং পরবর্তীতে তা অন্য বড় ধরনের রোগের দিকে ধাবিত হয়।
সিগারেটের নিকোটিন আমাদের শরীরের মস্তিষ্কসহ অন্যান্য অঙ্গের এর প্রভাব বিস্তার করে। একদম ঠিক করে নিকোটিন কি কি প্রভাব বিস্তার করে সেটা এখন পর্যন্ত বিজ্ঞানীরা বলতে পারে নি। যার নিয়মিত ধূমপায়ীদের সাথে থাকে তাদের ক্ষেত্রে গবেষকরা যেটা লক্ষ্য করেন সেটা হল তারা ব্যায়াম করতে গিয়ে অল্পতে হাঁপিয়ে যায় এবং শ্বাস নিতে সমস্যা হয়।

আমেরিকান ক্যান্সার সোসাইটির ( ACS) ড. রায়ান ডাইভার আটলান্টা মানে করেন ওইসব কিশোর কিশোরী যারা নিয়মিত ধূমপায়ীদের ত্যাগ করা ধোয়া নি:শ্বাসরে সাথে গ্রহণ করে তদেরও ফুসফুসের ক্যান্সার হতে পারে।

১৯৯২ সালে প্রকাশিত হয় ACS এর ৫০ থেকে ৭৪ বছর বয়সী প্রায় ৭০,০০০ মানুষদের উপর একটি গবেষণার ফলাফল । এখানে এমন লোকও ছিল যারা কখনও ধূমপান করে নি। ২২ বছর ব্যাপী এই দীর্ঘ গবেষণায় দেখা যায় যে যারা ছোটবেলা থেকেই ধূমপান করে আসছে কিংবা ছোটবেলা থেকেই ধূমপায়ী কারো সাথে কাটিয়েছে তাদের এক তৃতীয়াংশ মারা যায়।
তাই অবশ্যই একটি দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গঠনের পূর্বে ভেবে নিবেন। আপনার কাছের বন্ধুটি ধূমপায়ী নয় তো????

 

Comments are closed.