কোনো কিছু আগ্রহী হতে সেই বিষয়ের খোঁজ খবর রাখা সবথেকে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে বিজ্ঞানে আগ্রহী হতে বিজ্ঞান সম্পর্কে দুনিয়ার খোঁজ খবর রাখার কোনো বিকল্প নেই। বিজ্ঞানের খবরা খবর রাখলে বিজ্ঞান সম্পর্কে যেমন আগ্রহী হওয়া যায় তেমনি বিজ্ঞান সম্পর্কে আশপাশে কি ঘটে যাচ্ছে এবং সেই সাপেক্ষে আমার অবস্থান কোথায় সে সম্পর্কে ধারণা করা যায়। এসব বিবেচনা করেই ওমেগা প্রাইমের পক্ষ থেকে যাত্রা করে বিজ্ঞানবর্তিকা।
আমরা বিজ্ঞানবর্তিকায় পদার্থ বিজ্ঞান, গণিত, মহাকাশ, জীববিজ্ঞান, রসায়ন, পরিবেশ ইত্যাদি বিজ্ঞানের মূল বিষয়গুলো কভার করে যাচ্ছি। পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত খবর যেমন টিপস ও প্রযুক্তি এসব রয়েও খবর থাকছে। এছাড়া রয়েছে বিজ্ঞানের বই রিভিউ এবং বিজ্ঞানীদের জীবনে। আর সাথে বিবিধ নিয়ে লেখা তো থাকছেই।
বিজ্ঞান পড়ার পাশাপাশি রয়েছে আমাদের ইউটিউব ও সাউন্ডক্লাউড। এখান থেকে আপনি বিজ্ঞান এর খবরগুলো পড়তে না চাইলে শুনতে পারবেন এবং ইউটিউব থেকে স্লাইডসহ দেখতে পারবেন। সাউন্ডক্লাউডে আমাদের ঝটপট বিজ্ঞান নিয়ে নিয়মিত পর্ব থাকে। যেখানে বিজ্ঞানের নানাবিধ বিষয় নিয়ে কথা বলা হয়।
আশা করি বিজ্ঞানের পথে আমাদের এই যাত্রা আলোকিত হবে। বিজ্ঞানবর্তিকা আমাদের বিজ্ঞান বিশ্বের সকল খবরাখবর দ্রুত সবার সামনে তুলে ধরতে পারবে।
Leave a Reply