১। বিশ্বাস করুন আর নাই করুন, তারা মাছের একটি বাহু থেকে আবার পুরো মাছটা গজাতে পারে! এই তথ্য জানার পর আপনার মনে কি তারা মাছ হওয়ার ইচ্ছে জেগেছে? থাকগে, জাগাতে হবে না, আপনি মানুষ, আর কি চান?
২। ১৯৭৮ সালে টেস্টটিউব বেবি পদ্ধতিটি আবিষ্কার হয়, আর তখন থেকে এখন পর্যন্ত এই পদ্ধতিতে ৫ লাখেরও বেশি শিশু জন্ম নিয়েছে!
অনেক গুলি বাচ্চা, তাই না!
৩। শীতনিদ্রায় থাকার সময় কালো ভালুক শরীরের বন্দুকের গুলি ও কামড় সহ প্রায় সব ক্ষত সারিয়ে তুলতে পারে কোন সংক্রমণ ও দাগ ছাড়াই!
আপনি কি ভাবছেন নাকি যে আপনিও একটি শীত নিদ্রা দিবেন আর আপনার সব ঝামেলা শেষ হয়ে যাবে কোন রকম সংক্রমণ ছাড়াই? এমনটা ভাবাই স্বাভাবিক!
তাহলে ঘুমিয়ে পড়ুন, ঘুম থেকে জেগে দেখবেন যে আপনি অনেক ফ্রেশ অনুভব করছেন, সব ঝামেলা শেষ!
৪। শনির চাঁদ টেথিসে এর আয়তনের ৫ ভাগের ২ ভাগের সমান গহ্বর আছে! এই চাঁদ “বাজনার চেয়ে খাজনা বেশি” – এর উৎকৃষ্ট উদাহরণ! তাই না?
৫। চাঁদে এক পাউন্ড ওজনের কোন জিনিস পাঠানোর খরচ ৪০ হাজার পাউন্ড! [ ১ পাউন্ড = ০.৪৫৩৫৯ কিলোগ্রাম ]
তো বলুন এখন, চাঁদে আপনার কে আছে আর তার জন্য কি পাঠাবেন? এবার না হয় আমাদের একটা ম্যাগাজিন পাঠিয়ে দিন, আমাদের ম্যগাজিন গুলিতো খু-উ-ব দারুণ হয়, তা বলার অপেক্ষা রাখে না!
৬। লেদারব্যাক সামুদ্রিক কাছিম কেবল জেলি মাছ খেয়ে থাকে, যদিও জেলি মাছে কেবলই পানি থাকে। তার পরও এই কাছিমের ওজন এক টন পর্যন্ত হয়!
৭। জার্মানির ডার্মস্টাডট থেকে জীবাশ্ববিদরা ৪৭ মিলিয়ন বছর আগের এক জোড়া কাছিমের ফসিল আবিষ্কার করেছেন! সঙ্গম প্রক্রিয়ায় তারা জীবাশ্বে পরিণত হয়!
ইশ! ভালোবাসা করতে গিয়ে জীবাশ্ব! বেচারা কাছিম দুজন!
৮। এখন যা বলব তা শুনে আপনি সূর্যের দিকে সন্দেহ নিয়ে তাকাবেন! আচ্ছা, বলেই দি – সূর্যের কেন্দ্রের এক কিউবিক মিটার এলাকা সূর্যের মোট শক্তি ভাণ্ডারে মাত্র ২৭৭ ওয়াট শক্তি দেয়, যা কয়েকটি বাল্বের সমান! আমার বলা শেষ, এখন আপনি সূর্যের দিকে তাকাতে পারেন!
৯। এখন যা বলব তা একটু রোম্যান্টিক ধাঁচের! তাও আবার জোনাকি নিয়ে! আমার প্রিয় – জোনাকি!
বলি আমি, পড়ুন আপনি – পুরুষ জোনাকি মেয়ে জোনাকিকে আকর্ষণের জন্য পুচ্ছ আলো জ্বালালেও, মেয়ে জোনাকি কেবল কারও আলোর বাহারে আকর্ষিত হলেই আলো জ্বলায়! মেয়ে জোনাকি গুলি বড্ড অলস কিনা, বলুন দেখি!
১০। শেষ বাক্য বলতে যাচ্ছি, মন খারাপ করবেন না! পরের পর্বে আরও ১০ টি থাকবেই তো!
শেষ বাক্যের জন্য প্রস্তুত? বলে ফেললাম তাহলে,
নিছক একটা দরজা দিয়ে ঢুকতে গিয়েও কারও স্বল্পমেয়াদি স্মৃতিতে গোলমাল লাগতে পারে!
অবশেষে শেষ হল আর আমি চললুম! আর আপনিও যদি চমৎকার কোন তথ্য পেয়ে থাকেন অবাক করে দেয়ার মত, তাহলে আমাকে জানিয়ে অবাক করে দিবেন! খুব তো অবাক হওয়া-হওয়ি হচ্ছে আজকাল আমাদের, তাই না?
বিদায়,
অপেক্ষা করুন! অতিরিক্ত একবার অবাক করে দেই! এই নিন –
“আপনি একজন চমৎকার কারণ আপনি একজন মানুষ”
Leave a Reply