আপনি যত বড়ই গণিতপ্রপ্রেমী হোন না কেন, কয়েক কোটি অঙ্কের এমন সংখ্যা নির্ণয়ে আপনি নিশ্চয়ই আগ্রহ হারিয়ে ফেলবেন, যাকে কেবলমাত্র ১ এবং ঐ সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব।
সম্প্রতি, ৪ই জানুয়ারী ২০১৮ তারিখে যৌথ প্রচেষ্টার সম্মিলনে বহু কম্পিউটার প্রকৌশলী এবং বিজ্ঞানীদের তত্ত্বাবধায়নে ২^৭৭,২৩২,৯১৭ -১ কে সর্বোচ্চ মৌলিক সংখ্যা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
সংখ্যাটি সর্বোচ্চ মৌলিক সংখ্যা হিসেবে মূলত গত ২৬ শে ডিসেম্বর, ২০১৭ তারিখে Jonathan Pace নামে এক তড়িৎ প্রকৌশলী কর্তৃক আবিষ্কৃত হয়। তিনি মূলত ৫১ বছর বয়সী একজন তড়িৎ প্রকৌশলী, যিনি গত ১৪ বছর ধরে GermanTown এ সর্বোচ্চ মানের এই মৌলিক সংখ্যাটটির সন্ধানে নিমগ্ন ছিলেন। এবং পুরষ্কার হিসেবে GIMPS (Great Internet Mersenne Prime Search) কর্তৃক পান ৩,০০০ ইউ.এস.ডি (বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ২৪,৭০০০ টাকা)।
নতুন আবিষ্কৃত মৌলিক সংখ্যাটি পূর্বে আবিষ্কৃত মৌলিক সংখ্যা ক্ষেত্রে প্রায় দশ লক্ষ বেশী অঙ্ক নিয়ে গঠিত। “২ এর যেকোনো ঘাত হতে ১ কম” এমন মৌলিক সংখ্যা কে বলা হয় “মারসেন মৌলিক” (Mersenne Prime)।
৩ একটি মারসেন মৌলিক, কেননা প্রথমত এটি মৌলিক সংখ্যা, এবং এটি (২^২-১) দ্বারা প্রকাশ করা সম্ভব।
এছাড়াও ৭,৩১,১২৭ এবং ৮,১৯১ সংখ্যা গুলো ও মারসেন মৌলিক সংখ্যা। GIMPS এর ভাষ্যমতে, এমন মৌলিক সংখ্যা ৫০ টির মত, যার শেষ ১৬ টিই GIMPS কর্তৃক আবিষ্কৃত।
অনেকের মতে, মারসেন মৌলিক সংখ্যাসমূহ সংখ্যায় অসীম, তবে বিষয়টি এখন ও প্রমাণের দাবি রাখে। হয়তো বা, আবিষ্কৃত মৌলিক সংখ্যাটিই শেষ মারসেন সংখ্যা।
বিশ্বের যে কেউ ই এই ফ্রি প্রোগ্রাম ব্যবহার করতে পারেন, আবিষ্কার করতে পারেন নতুন কোনো মারসেন মৌলিক।