মিসৌরিতে পৃথিবীর বৃহত্তম মৌলিক সংখ্যার আবিস্কার

 

একটি কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে এই বৃহত্তম প্রাইম নাম্বারের আবিস্কার করেছেন এক মার্কিন গণিতবিদ।

মৌলিক সংখ্যা বলতে বুঝানো হয় সেই সকল সংখ্যা গুলোকে যারা শুধু মাত্র নিজ এবং এক দ্বারা বিভাজ্য। এই মৌলিক সংখ্যা কম্পিউটার এনক্রিপশনের জন্য অত্যাবশ্যক।

মিসৌরি সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ড. কার্টিস কুপার দ্বারা প্রকাশিত এই নতুন মৌলিক সংখ্যাটিকে লেখা হবে 2^74,207,281-1 এভাবে যেটি পূর্বে আবিস্কৃত সংখ্যার থেকে ২২ মিলিয়ন ডিজিট বড়। এই নতুন মৌলিক সংখ্যা খোঁজাটি আসলে Great Internet Mersenne Prime Search (Gimps) এর একটি অংশ ছিল। ২০১৩ সালে ড. কুপার কতৃক আবিস্কৃত পূর্বের মৌলিক সংখ্যাটি বর্তমানে কুপারের আবিস্কৃত সংখ্যার থেকে ৫ মিলিয়ন। ২০১৩ সালেও কুপার মৌলিক সংখ্যা আবিস্কারের ক্ষেত্রে কম্পিউটার প্রোগ্রামার সাহায্য নিয়েছিলেন।

প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যাগুলো সাধারনত Online Banking,Online shopping এবং ব্যক্তিগত বার্তা আদান প্রদানের এনক্রিপশন কি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে তথ্য বা ডাটা গুলো সুরক্ষিত থাকে।

সদ্য আবিস্কৃত মৌলিক সংখ্যা সম্পর্কে Gimps এর তরফ থেকে জানানো হয়, “নম্বরটি  M74207281 নামে সকলের কাছে পরিচিতি পাবে। আর গননা করার ক্ষেত্রে 74,207,281 টি জোড়া থেকে এক বিয়োগ করে গননা করা হবে যার ডিজিট হবে 22,338,618 যা আগের রেকর্ড থেকে বেশ বড়।”

এবং আরো জানানো হয়,” মৌলিক সংখ্যা যেহেতু ক্রিপ্টোগ্রাফিতে ব্যবহার করা বর্তমানের সংখ্যাটি পূর্বের সংখ্যা থেকে বাস্তব মানেও খুব বিশাল।”

এই GIMPS প্রকল্পটিতে ১৭ শতকের দিকের একটি প্রকল্প যার নামকরন করা হয়েছিল ফরাসি সন্ন্যাসী মেরিন মারেনের নাম অনুসারে যিনি নিজেও মৌলিক সংখ্যা নিয়ে কাজ করতেন। পরবর্তীতে ১৯৯৬ সালের দিকে তারা ১৫ টি মৌলিক সংখ্যা আবিস্কার করে।

 

Comments are closed.