বর্তমানে এমন অবস্থা হয়ে দাড়িয়েছে যে , আমরা একটা দিন তো দূরের কথা এক মূহুর্ত ও কল্পনা করতে পারি না গাড়ী ছাড়া, বিজ্ঞানের শ্রেষ্ঠতম আবিষ্কারের মধ্যে একটি। কিছুদূর হেঁটে যেতে হলেও আমরা গাড়ীতে চড়ে যাওয়া প্রিফার করি,এতটাই করি যে, কোনোদিন যদি বাসায় ফেরার পথে গাড়ী না পাই, তবে যেন বাসায় ফেরাই দুষ্কর হয়ে ওঠে ।
সেই ১৮ শতক থেকে বর্তমান অবধি বহু গাড়ী রাস্তা নেমেছে নজরকাড়া ডিজাইন ,মাইলেজ, স্পিড ইত্যাদি দ্বারা গাড়ীর নেশায় বুদ করে রেখেছে। ফলশ্রুতিতে মানুষ স্টাইলিশ গাড়ীর প্রতি ঝুকে পড়েছে , কে কার থেকে বাজারের সেরা গাড়ী টা নিজের দখলে আনতে পারে, গাড়ী নির্মাতারাও গ্রাহকের চাহিদা বিবেচনা নিত্যনতুন গাড়ী বাজারে ছাড়ছে অবশ্যই অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত করে যাতে তার গাড়ীটা বাজারের আর সকল গাড়ীর সাথে টেক্কা দিয়ে টিকে থাকতে পারে।
তার ফলে আমরা বেশ কিছু আলোচিত গাড়ী পেয়েছি, যা নিয়ে আলোচনা চলেই যাচ্ছে
আমাদের আজকের টপিক হল বর্তমানে এবং আগামীতে অটোমোবাইল শিল্পে ঝড় তোলা কিছু সুপার কার নিয়ে।
তবে অনেকের মনেই প্রশ্ন আসে,
কিভাবে আমরা নরমাল কার থেকে সুপারকার আলাদা করে দেখব???
মানে সুপারকার হতে গেলে কি কি থাকা বাধ্যতামূলক,সেসব নিয়ে আগে জেনে নেওয়া যাকঃ
১. স্পিডঃ একটি সুপারকারের স্পিড নরমাল কার থেকে প্রায় ২ গুন বেশী হয়ে থাকে, তবে তা ইঞ্জিন এবং মডেল ভেদে।প্রায় এক একটি সুপারকার ঘন্টায় ২০০কিমি ও বেশী বেগে ছুটে চলতে সক্ষম
২. বডিঃ অধিকাংশ সুপারকারের বডি অ্যালুমিনিয়াম কিংবা কার্বন ফাইবারের তৈরি, যা একটি গাড়ীর ওজন অনেক কমিয়ে ফেলে, ফলে খুব দ্রুত গতি অর্জন করা সম্ভব
৩. অ্যারোডায়নামিস্কঃ কারগুলোর বডি সাধারনত এমনভাবে বানানো হয় যেন বাতাসের বাধা সর্বনিম্ন হয় , ফলে বাতাসের সাথে ঘর্ষন কমে গিয়ে গতি ঠিক রাখতে সাহায্য করে, যা অ্যারোডায়নামিক সুবিধা দেয়।
৪. দামঃ সুপারকারের দাম সাধারনত সাধারন মানুষের নাগালের বাইরেই থাকে, উপরন্তু এগুলোর মালিক হতে গেলে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হওয়া মাস্ট। একেকটির দাম প্রায় ১ মিলিয়ন থেকে শুরু হয়ে ৬-৭ মিলিয়ন পর্যন্ত রয়েছে।দামের দিক থেকে কারগুলো সুপার হয়ে উঠেছে ।
৫. সংস্করণঃ খুবি কম সংখ্যক বানানো হয়ে থাকে,যা লিমিটেড এডিশন এর তকমা জুড়ে দেয় এদের সাথে, ফলে গাড়ীগুলো সংগ্রহে রাখার জন্য ধনকুরেররা মরিয়া হয়ে পড়ে।
৬. গ্রাউন্ড ক্লিয়ারেন্সঃ সাধারণত মাটি থেকে বডির দুরত্ব খুব বেশি হয়না কারণ এতে করে সুপারকার গুলো রাস্তার সাথে আঠার মত লেগে থাকতে পারে, রাস্তা থেকে ছিটকে যাতে বেরিয়ে না যায় স্পিড তুলতে গিয়ে
৭. ইঞ্জিনঃ সাধারণত V-6 ভি-৮ ভি-১০ ভি-১২ ডব্লিউ-১৬ সিরিজের ইঞ্জিন ব্যবহার করা হয়, ফুয়েল সাধারণত হিসেবে গ্যাসোলিন ব্যবহৃত হয়, উচ্চ ক্ষমতা পাওয়ার জন্য,প্রায় ৬০০-১৬০০ অশ্বক্ষমতার ইঞ্জিন থাকে সুপার কার ভেদে।
চলুন এবার আমরা হালের কিছু সুপারকার মডেল দেখে নেইঃ
প্রথমেই যার নাম বলা উচিৎ ,
- HENNESSEY VENOM F5(UPCOMING):
Top Speed: 301MPH (mile per hour)
Engine: 7.0l LSX Twin Turbocharged V8 (1600 hp)
0-60mph: yet to be confirmed
Price: price not announced yet
- KOENIGSEGG AGERA RS:
Top Speed: 278MPH
Engine: 5.0 L (305 cu in) V8 twin-turbocharged (1115 hp)
0-60mph: 2.9s
Price: 2.1 million
- BUGATTI VEYRON SUPERSPORT:
Top Speed: 267.8 mph (430.9km/h)
Engine: 8.0 liter W16 (1200 hp)
0-60mph: 2.46s
Price: 1.7M dollar
- BUGATTI CHIRON:
Top Speed:261mph
Engine:4 turbocharged w16 8.0 liter (1500hp)
0-60mph: 2.4s
Price:2.6M dollar
- SCC ULTIMATE AREO:
Top Speed:256mph
Engine: v-8 twin-turbocharged 6.3litre(1287hp)
0-60mph: 2.78sec
Price: $650,000
- TESLA ROADSTER(COMING SOON IN 2020):
Top Speed:250mph
Specification: 200kwh battery with a millage over 620 miles driven by 3 induction motors.
0-60mph: 1.9sec
Price: $250,000
- SALEEN S7 TWIN TURBO: Top speed:248mph
Engine: Ford 427, 7.0 L naturally aspirated V8 (750 hp)
0-60mhp: 2.8sec
Price: $375,000
- KOENIGSEGG CCR:
Top speed: 245 mph (394.3km/h)
Engine: 4.7L & 4.8L V8 (twin s/c gasoline/ethanol), (795 hp)
0-60mph: 3.1sec
Price: 2.1million
- MCLAREN F1:
Top Speed: 243 mph (391km/h)
Engine: 6.1 L S70/2 V12 (795 hp)
0-60mph:3.2sec
Price: 1.1million
- LAMBORGHINI HURACAN SUPERLEGGERA:
Top Speed: 202 mph (325 km/h)
Engine: 5.2 L V10 (602 hp)
0-60mph: 3sec
Price: $300,000
- PORSCHE 918 SPYDAR:
Top Speed: 210 mph (340 km/h)
Engine: 4.6-litre V8 engine (608 hp)
0-60mph: 2.2sec
Price: $850,000
- LAMBORGHINI AVENTADOR:
Top Speed:350km/h (270mph)
Engine: V-12
0-60mph: 2.9sec
Price: $450,336
- PAGANI HUYERA:
Top Speed: 231 mph (372 km/h)
Engine: Mercedes-AMG bi-turbo M158 5980cc V12 (730 hp)
0-60mph: 3 sec
Price: 1.4 million
আসলে সুপারকার গুলো নিয়ে লেখা শুরু করলে শেষ করা আদৌ সম্ভব কিনা জানিনা, তবুও কিছু কিছু সুপারকার যা তাদের ক্ষমতা ,লুক,গর্জন দিয়ে মানুষের মনে স্থান করে নিয়েছে।
যদিওবা একটি সুপারকারের মালিক হওয়া চাট্টিখানি কথা না, তবুও মানুষ চাইবে যেন তার গ্যারেজ এ একটি সুপারকার থাকে।
সুপারকারের রূপ গর্জন পারফর্মেন্স দেখেই যে কারো মুগ্ধ হওয়ার কথা,
নিমিষেই উড়িয়ে নিয়ে যেতে সক্ষম এই কারগুলোকে দেখতে হলে যেতে হবে বিভিন্ন কার শো তে।
এছাড়া আমি বেশ কিছু সুপারকারের লিস্ট দিচ্ছি সময় সুযোগ হলে দেখে নিতে পারে, কে বলতে পারে হয়তবা আপনিই আগামীতে একটি সুপারকারের মালিক বনে যেতে পারেন
রেফারেন্সঃ