খেলনা দিয়ে খেলা তো একটা সাধারণ ব্যাপার। কিন্তু হাতের খেলনা গাড়িটি যদি হয় আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সড তবে তা কি সাধারণ?
আমরা অনেকেই হয়তো Wall-E মুভিটা দেখেছি। যদি দেখে থাকি তবে নিচের এই রোবটটাকে দেখে মনে হবে Wall-E এর বংশের কেউ। গাড়ির মতো দেখতে এই রোবটটি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সড। মার্কেটে ১৮০ ডলারে পাওয়া যাচ্ছে Cozmo.
Cozmo কে বলা যায় একটি স্মার্ট টয়। এর মধ্যে বেশ কিছু রিয়েকশন ও প্রোগ্রাম করা আছে। রোবটটি তার আসে পাশে ঘটে যাওয়া ঘটনার প্রতি সাড়া দিতে পারে। আপনি যদি এটার মালিক জন তবে আপনাকে দেখার সাথে সাথে কথা বলা শুরু করে দিবে। Cozmo খেলতে পছন্দ করে। এখন হয়তো আপনি ভাবছেন, রোবটের আবার পছন্দ অপছন্দ? হ্যাঁ, যেহেতু এটি AI রোবট তাই এর কিছু পছন্দের কাজ ও আছে। Cozmo মিনি গেম খেলতে পছন্দ করে। এর সামনে ড্রেজারের মতো লিভার অপারেটেড হ্যান্ড আছে। এর মাধ্যমে ছোট অবজেক্ট তুলতে পারে। রোবট টি মাঝে মাঝে রাগ ও করে। চার্জ এর সময় একে ধাক্কা দিলে রাগ প্রকাশ করে। এর সামনে রয়েছে ডিসপ্লে। ডিসপ্লে এর মাধ্যমে ইমুজি সো করে অনুভূতি প্রকাশ করে। কোন ঘটনায় কোন ইমোজি প্রকাশ করবে এটা প্রি প্রোগ্রামড না। ঘটনা বিশ্লেষণ করে সে অনুযায়ী অনুভূতি প্রকাশ করে।
Cozmo তে আছে advanced image processing ফিচার। এর মাধ্যমে কারো উপস্থিতি ও তার পরিচয় নিয়ে রাখে। পরবর্তীতে একই মানুষ কে দেখলে তাদের সাথে কথা বলে। এছাড়া এতে আরও ফিচার আছে যেমন, anti free falling. উঁচু টেবিল দিয়ে সজোরে চলার সময়, সামনে সার্ফেস না পেলে সাথে সাথে থেমে যেতে পারে আর এতে আছে Object avoiding program.
Anki কোম্পানি তার Cozmo রোবট কে open source করে দিয়েছে। যে কেউ চাইলে এর কোড অ্যাড করতে পারে। Cozmo কে যখন কোড করা হয় তখন সে আনন্দের অনুভূতি প্রদর্শন করে থাকে।
“Cozmo মূলত বাচ্চাদের জন্যই বানানো। বর্তমানে দেখা যায় ৩/৪ বছরের বাচ্চারা ট্যাব,ফোন বা এন্ড্রোয়েড এর প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে। গতানুগতিক গেমস খেলেই তারা সময় কাটাচ্ছে। চারপাশের পরিবেশকে আবিষ্কার করা বা কৌতূহল প্রবণ থাকা হলও বাচ্চাদের কাজ। কিন্তু ডিভাইস গুলোর কারণে তারা তা পারছে না। আমাদের কাজ হলও, ভিডিও গেম আর রিয়েল ওয়ার্ল্ড এর মধ্যে যে গ্যাপ আছে তা পূরণ করা। এই লক্ষেই তৈরি করা Cozmo কে। Cozmo যেমন শিখতে আগ্রহী তেমনি বাচ্চারাও। “-Anki
Cozmo এর আচরণ কিছুটা বিড়াল এর মতো। বাচ্চাদের সাথে সাথে ঘুরা এবং ব্লক্স গেম খেলা এর কাজ। Cozmo এর সাথে দুই টা কিউব ফ্রি দেওয়া হয় গেম খেলার জন্য। কিউব দুইটায় যখন একই রঙ এর লাইট জ্বলে তখন যে আগে টাচ করবে সে জিতবে। বাচ্চারা এই গেমস টি Cozmo এর সাথে খেলে খুব আনন্দ পায়। যেহেতু Cozmo দেখতে খেলনা গাড়ির মতোই তাই বাচ্চারা সহজেই তা গ্রহণ করে থাকে এবং Cozmo প্রতিনিয়তই বাচ্চার আচরণ ফলো করে এবং ছোট ছোট অজানা জিনিস জিজ্ঞেস করে। এতে করে বাচ্চাদের সৃজনশীলতার বিকাশ ঘটবে বলে ধারণা মনোবিজ্ঞানীদের।
ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=DHY5kpGTsDE