Deep Web এবং Dark Web – ইন্টারনেট দুনিয়ার বিশাল অংশ

গবেষকদের মতে, ইন্টারনেটে সার্চ ইঞ্জিনে কমপক্ষে ৪.৫ বিলিয়ন ওয়েবসাইট রয়েছে। এই বিশাল ওয়েবসাইটের ভান্ডার ছাড়াও এর থেকে ৪০০ থেকে ৫০০ গুণ বড় একটি অংশ ইন্টারনেটে রয়েছে, যাকে Deep Web বলা হয়।

Deep Web কি?

এটা কবিতার ছন্দ বা কঠিন সাহিত্যের মত গভীর নয়। মহাসাগরের অতল গভীর অংশের মত গভীর নয়। সাধারণ ইন্টারনেট দুনিয়া থেকে এটিকে আলাদা চোখে দেখার কারণ হলো Deep Web এ আপনি সার্চ ইঞ্জিন এর মাধ্যমে ঢুকতে পারবেন না। অর্থাৎ এটি রয়েছে সাধারণ ইন্টারনেট ব্যবস্থার অন্তরালে। ইন্টারনেটের এই অংশ দেখার জন্য আপনাকে জানতে হবে মূল ওয়েবসাইট URL অথবা ভিজিট করার জন্য প্রয়োজন হবে বিশেষ অনুমোদন।

ব্যাপারটি একটি উদাহরণ দিয়ে বলি। যেমন –

মনে করুন আপনি সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন। সমুদ্রের পানির স্তর অনেক গভীর হয়। সেখানে আপনি মাছ ধরছেন উপরের স্তর থেকে অর্থাৎ সার্চ ইঞ্জিনের ডাটার বাইরে নয়। আপনি যখনই জাল ফেলছেন তখনি কোনো না কোনো মাছ উঠে আসছে অর্থাৎ আপনি যখন সার্চ ইঞ্জিনের আপনার চাহিদা অনুযায়ী সার্চ করবেন, তখন সে বিষয়ক যাবতীয় তথ্য বা ওয়েবসাইটের খোঁজ আপনি পেয়ে যাবেন। তবে সমুদ্রে রয়েছে আরো বিশাল রাজ্য এবং তা পানির আরো গভীরে অর্থাৎ সার্চ ইঞ্জিনের দুনিয়া ব্যতীত আরো একটি অংশ আপনি পাবেন যেটিকে আমরা Deep Web বলছি।

Dark Web-এ স্বাগতম!

Dark Web এবং Deep Web দুটো একই নয়। এ দুটির মধ্যে রয়েছে একটি সূক্ষ্ম পার্থক্য। Deep Web হলো ইন্টারনেটের এমন একটি অংশ যেটি সার্চ ইঞ্জিনের অন্তর্ভুক্ত নয়, তবে এর প্রসার ব্যাপক। অর্থাৎ এ অংশে বিশেষ অনুমোদন, সঠিক URL বা ব্যবস্থা ছাড়া ব্রাউজিং করা যায় না।

Dark Web ইন্টারনেটের একটি সংরক্ষিত অংশ যেখানে নানান ধরণের অনৈতিক কাজ করা হয়ে থাকে। এতে ঢুকতেও প্রয়োজন বিশেষ পদ্ধতি। আপনারা নিশ্চয়ই বিটকয়েনের নাম শুনেছেন। বিটকয়েন হলো এক ধরণের Crypto Currency যার মাধ্যমে অনলাইনে বিনিময় বা Transaction হয়ে থাকে। বিটকয়েনের মাধ্যমে কোনো বিনিময় বা Transaction হলে তা Track করা যায় না। এ কারণে Dark Web এ বিটকয়েনের ব্যাপক হারে ব্যবহার হয়ে থাকে। Dark Web হলো মূলত অপরাধের কারখানা। যেমন – সরাসরি খুন করার ভিডিও, খুনি ভাড়া করা, অন্যান্য সন্ত্রাসী কাজ সহ বিভিন্ন ধরণের চুরি ও অবৈধ পণ্য বেচাকেনা করা হয়।

বর্তমানের বেশ জনপ্রিয় একটি সফটওয়্যার Tor Browser ব্যবহৃত হয় Dark Web Access করার জন্য। তবে অন্যান্য বেশ কিছু দেশের মত আমাদের দেশে যেমন বিটকয়েন বিনিময়কে অবৈধ করা হয়েছে, তেমনি Dark Web ব্রাউজ করতেও অনুৎসাহিত করা হয়েছে।

 

নিচে থাকছে তুলনামূলক তথ্যঃ

  সার্ফেস ওয়েব  ডিপ ওয়েব ডার্ক ওয়েব
বর্ণনা সার্চ ইঞ্জিনে পাওয়া যায় সার্চ ইঞ্জিনে পাওয়া যায় না সার্চ ইঞ্জিন থেকে ইচ্ছাকরে লুকানো হয়
অন্য নাম Visible Web, Indexed Web, Indexable Web, Lightnet Invisible Web, Hidden Web, Deep Net

গঠন বৈধ বৈধ + অবৈধ অবৈধ
ডাটার অনুপাত ৪% ৯৬%

ব্রাউজার Google Chrome, Mozilla Firefox, Opera

Tor Browser

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>