পৃথিবী ভালো নেই । Earth is not in good condition

চলো তৈরি করি আরও বাসযোগ্য একটি পৃথিবী

প্রথম যখন ভয়েজার-১ পৃথিবী থেকে বহুদূর পাড়ি জমাচ্ছিল ঠিক তখন কার্ল স্যাগান অনুরোধ করেছিল ভয়েজারের ক্যামারাটিকে পৃথিবীর দিকে ঘোরাতে। ক্যামেরা যখন পৃথিবীর দিকে ঘুরল তখন সবাই এই সবুজে ভরা নীল গ্রহটাকে দেখে দারুণ রোমাঞ্ছিত হয়েছিল। কার্ল স্যাগান আদর করে একে বলেছিল ‘pale blue dot’.
শুধু মহাকাশ থেকেই নয়, আমরা পৃথিবীতে থেকেই এর সৌন্দর্য দেখে দারুণ রোমাঞ্চিত হই। এই নীল আকাশ, সবুজ বন, ধু ধু মরুভূমী আর বিস্তৃত সমুদ্র নিয়ে আমাদের সুন্দর পৃথিবী। এখানেই আমাদের জন্ম, বেড়ে ওঠা আর সম্ভবত এখানেই শক্তি হিসেবে মিশে যাব চিরতরে।
এই কোটি কোটি আলোকবর্ষ বিস্তৃত মহাবিশ্বে সম্ভবত পৃথিবীই একমাত্র গ্রহ যেখানে প্রাণ হেসে খেলে বেড়াচ্ছে, আছে জীবের স্পন্দন। কিন্তু আমরা বোকা মানুষেরা এই সত্য উপলব্ধি করতে পারছি না বা করেও গুরুত্ব দিচ্ছি না। আমরা মনে করি কোন রকম ভাবে খেয়ে পরে যেতে পারলেই হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা তৈরি করে যাচ্ছি একটা নোংরা, দগ্ধ পৃথিবী। যেখানে হয় তো বাঁচতে পারবে না প্রাণ। ভবিষ্যৎ প্রজন্মের কাছে গালাগাল ছাড়া আমাদের আর কিছুই প্রাপ্য থাকবে না।
কিন্তু না… এরকমটা মোটেই হতে দেয়া যাবে না। আমরা মানুষ। মানুষ হয়ে বোকামি করা আমাদের মানায় না। আমাদেরকে সচেতন হতে হবে। পৃথিবীকে আরও সুন্দর করে গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দিকিনির্দেশনা রেখে যেতে হবে। যেন তারা আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আর প্রকৃতির এই দানকে আরও সুষ্ঠুভাবে ব্যবহার করতে শেখে।

***ভিডিওটি HOME ডকুমেন্টরি থেকে নেয়া হয়েছে। এবং সম্পাদনা করেছে OMEGA PRIME STUDIO।

https://youtu.be/eU5eeurEEBo

Comments are closed.