EBLM_JO555_57Ab : মহাবিশ্বের সবচেয়ে ছোট নক্ষত্র

একটি লেখায় আমরা জেনেছিলাম যে, মহাবিশ্ব এর সবচেয়ে বড় নক্ষত্র UY Scuti! 

আজ আমরা জানব মহাবিশ্বের সবচেয়ে ছোট নক্ষত্র সম্পর্কে।

এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ছোট নক্ষত্রটির নাম হচ্ছে EBLM J0555-57Ab. এটি আমাদের পৃথিবী থেকে ৬০০ আলোকবর্ষ দূরের পিক্টোর নামের একটি নক্ষত্রপুঞ্জে অবস্থিত। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী ২০১৭ সালে এই নক্ষত্রটিকে খুঁজে পান।

EBLM J0555-57Ab নক্ষত্রটি আয়তনে আমাদের শনি গ্রহের তুলনায় কিছুটা বড় কিন্তু বৃহস্পতি গ্রহের তুলনায় এটি ছোট। এই নক্ষত্রটির ব্যাসার্ধ বৃহস্পতির তুলনায় প্রায় ১৬ শতাংশ কম। ব্যাসার্ধে এবং আয়তনে ছোট হলেও এটির ভর বৃহস্পতির তুলনায় প্রায় ৮৫ গুণ বেশি। যথেষ্ট ভর থাকার কারণে এই নক্ষত্র টির কেন্দ্রে ফিউশন বিক্রিয়া ঘটে অর্থাৎ হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়।

বিজ্ঞানিরা বলেন ” যদি এর ভর আরেকটু কম হত, তাহলে এই নক্ষত্রটি তে ফিউশন বিক্রিয়া ঠিকভাবে বজায় থাকত না, এবং এটি Brown Dwarf Star বা বাদামী রংয়ের বামন নক্ষত্রে পরিণত হতো ”

এজন্য বিজ্ঞানী রা Brown Dwarf Star কে “Failed Star” বা “ব্যর্থ নক্ষত্র” বলে থাকেন। Brown Dwarf Star মূলত বড় গ্যাস জায়ান্ট গ্রহ এবং ছোট নক্ষত্রের মাঝামাঝি একটি বস্তু।

এই নক্ষত্রটি বাইনারি স্টার সিস্টেমের অংশ। এই নক্ষত্রটি এর মাতৃ নক্ষত্র EBLM J0555-57A কে প্রায় ৭.৮ দিনে আবর্তন করে।

EBLM J0555–57Ab উজ্জ্বলতা খুব ই কম। এটির উজ্জ্বলতা আমাদের সূর্যের থেকে ২ হাজার- ৩ হাজার গুণ কম। তাছাড়া এটির ব্যাসার্ধ সূর্যের মাত্র ৮.২ শতাংশ এবং ভর ৮.১ শতাংশ।

এই নক্ষত্রটিকে খোঁজা বিজ্ঞানিদের জন্য ছিল বেশ কারণ কঠিন একটি ব্যাপার। কারণ এটির মাতৃ নক্ষত্র অর্থাৎ EBLM J0555–57A এর উজ্জ্বলতা এতোই বেশি ছিল যে, এই ক্ষুদ্র আয়তনের কম উজ্জ্বলতা বিশিষ্ট নক্ষত্রটিকে দেখাই যাচ্ছিল না! এই নক্ষত্রটিকে খোঁজা তাদের জন্য ছিল লাইট হাউজের পাশে একটি মোমবাতি খোঁজার মতো।

বিজ্ঞানীরা যখন EBLM J0555–57Ab কে খুঁজে পান,তারা ভাবতেই পারেন নি যে এটি একটি নক্ষত্র হতে পারে।

রিসার্চ টিমের একজন বিজ্ঞানী বলেন,

” এটির ভর নির্ণয় করার আগ পর্যন্ত তারা এটিকে অন্য কোন নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা সাধারণ একটি গ্রহ ভেবেছিলেন “

তবে এর ভর পরিমাপ করার পর এটিকে পরিপূর্ণ একটি নক্ষত্র হিসেবে স্থান দেয়া হয়।

এরকম ছোট আয়তনের নক্ষত্র খুঁজে পাওয়া বিজ্ঞানীদের জন্য অনেক কঠিন একটি ব্যাপার। কেনোনা আরো উজ্জ্বল এবং আরো বড় নক্ষত্রের মাঝে গ্রহের থেকেও ক্ষুদ্র এসব নক্ষত্রদের দেখা বেশ মুশকিল দাঁড়ায় বিজ্ঞানীদের জন্য।

আমরা অনেকেই ভেবে থাকি নক্ষত্র মানেই বেশ বিশাল দানব আকৃতির কিছু হবে, গ্রহদের থেকে হাজার গুণে বড় হবে, কিন্তু মানুষের এসব ধারণা ভুল প্রমাণ করে দেয় গ্রহের থেকেও ছোট এসব নক্ষত্র।

তথ্যসূত্র : Sciencealert.com

Comments are closed.