ইলেকট্রনিক চিপ তৈরি করবে মেলডি

কখনো কি ভেবেছি যে কোনো ইলেকট্রনিক চিপ নিজে থেকে মেলোডি বা মিউজিক তৈরি করবে?

IMEC এর একদল গবেষক মানব-মস্তিষ্ক এর মেলোডি রচনা থেকে অনুপ্রাণিত হয়ে এমন একটি চিপ তৈরি করেন যা মেলোডি তৈরি করতে পারে। প্রোটোটাইপটির নাম Neuromorphic Chip.ইনপুট দেওয়া মিউজিক বা মেলডির প্যাটার্ন ফলো করা এই চিপ এর আসল কাজ।

আসলে এখানে চিপ বলতে এর মধ্যে প্রোগ্রাম করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেই বুঝানো হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো AI কে কোনো কাজ দেওয়া হলে তা রিমোট সার্ভার থেকে প্রসেস হয়ে তারপর আউটপুট আসে। এতে করে দেখা যাচ্ছে যে, রিমোট সার্ভার এর মেইন্টেনেন্স,কুলিং আর অনেক বেশি পরিমাণ Power Supply প্রয়োজন হয়। এই দিক বিবেচনা করে এই প্রোটোটাইপ চিপ কে এমন ভাবে প্রোগ্রাম করা হচ্ছে যেনো এটির জন্য কোনো রিমোট সার্ভার প্রয়োজন না পরে। পাশাপাশি এর মধ্যে Self Learning এর জন্য প্রোগ্রাম করা হচ্ছে। যত বেশি মেলোডি এতে ইনপুট করা হবে ,ততবেশি Analysis দক্ষতা বাড়বে। কোনো মিউজিক এর বিট এর পরিমাণ আর বেস ফলো করা এর বেসিক কাজ। আর ফ্রিকোয়েন্সি কম্বিনেশন ও ইনপুট দেওয়া মেলডির সাথে তুলনা করে সম্পূর্ণ নতুন মেলোডি রচনা করতে পারবে বলে জানিয়েছেন গবেষকদের মধ্যে একজন।

চিপ এ one megabit bank of resistive RAM ব্যবহার করা হয়েছে। আর মেমোরি সেল হিসেবে ফিলামেন্ট ব্যবহার করা হয়েছে যা ধাতব অক্সাইডের তৈরি সিলিকন এর নয়। ফিলামেন্ট টি এক বিশেষ ধরনের যার রোধ নির্ভর করে প্রোগ্রামের রেসপন্স দেওয়ার পর ভোল্টেজ এর ভিন্নতার উপর।

“এটি শুধুমাত্র যে মিউজিক এর কাজে আসবে তা ন বরং এর ফলে সেলফ লার্নিং এর সাইট শক্ত হবে । AI এর সেলফ লার্নিং এর দক্ষতা বাড়লে একে মানুষের হার্ট বিট এনালাইজার হিসেবে কাজে আসবে। Artifical Assistance তখন সহজে বুঝতে পারবে যে, তার মালিক কি চিন্তায় আছে নাকি সুখী আছে । একাধারে অনেক দিন পর্যবেক্ষণ করে AI তখন তার মালিক এর কোনো রোগ এর Syndrom সহজে বুঝতে পারবে। মোট কথা Madical Science এও কাজে আসবে আমাদের রিসার্চ।” Praveen Raghavan(গবেষকদের মধ্যে একজন )

প্রতিবেদকঃ শিহাব শিকদার
তথ্যসুত্রঃ http://spectrum.ieee.org/

 

Comments are closed.