বিশ্বের সবচেয়ে দামী ৫ স্মার্টফোন

 

বর্তমানে স্মার্টফোন ছাড়া কারো পক্ষে একটা দিনও কল্পনা করা সম্ভব না। স্মার্টফোনের নিত্য নতুন ফিচার সমূহ প্রত্যেকই আগ্রহী করে তুলছে এটির ব্যাপারে। বাজারে এখন সবার হাতের নাগালের মধ্যেই নানান ব্র্যান্ডের নিত্য নতুন স্মার্টফোন পাওয়া যায়। তবে, এমন স্মার্টফোনও রয়েছে যা আমাদের কাছে কল্পনা করাটাও বিলাসিতা। সাধ্য না থাকলেও দেখে সাধ মেটানো যেতেই পারে! এখানে রইল এমন ৫ টি স্মার্টফোনের কথা যার বর্তমান বাজার মূল্য শুনলে নির্ঘাত আপনার চোখ কপালে উঠতে বাধ্য!

৫.গোল্ডভিশ ল্য মিলিয়ন: ৯৯,৮৪৩,৬০০.০০ টাকা

গোল্ডভিশ ল্য মিলিয়ন নির্মিত হয়েছে ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড দ্বারা এবং এটি চারদিক ১২০ ক্যারেটের ভিভিএস-১ গ্রেডের হীরা দ্বারা মোড়া! এছাড়া, এটির ডিসপ্লেতে স্যাফায়ার গ্লাস ব্যবহার করা হয়েছে। এটির ব্যাটারি ক্যাপাসিটি হলো ৯৫০ লিথিয়াম-আয়ন, যার টক-টাইম হলো ৪০০ ঘন্টার কাছাকাছি। এই ফোনে রয়েছে জিপিআরএস/ এজ গ্লাস ১০, ইউএসবি, ব্লুটুথ এবং ২ জিবির স্টোরেজ।

৪. সুপ্রিম গোল্ডস্ট্রাইক আইফোন ৩জি ৩২ জিবি :২৬৬,২৪৯,৬০০.০০ টাকা

সুপ্রিম গোল্ডস্ট্রাইক আইফোন ৩জি ৩২ জিবি পৃথিবীর সবচেয়ে দামী ফোন গুলোর একটি। এই ফোনের কেসটি
২৭১ গ্রাম ২২ ক্যারেটের সলিড সোনা দিয়ে তৈরি এবং এটির স্ক্রিনের চারপাশ ফিফটি-থ্রি ১ ক্যারেটের হীরা দেয়া। এটির ন্যাভিগেশন বাটন তৈরি হয়েছে ৭.১ ক্যারেটের দুর্লভ হীরা দ্বারা। এটি যে বক্সে থাকবে সেটির ওজন হলো ৭ কেজি এবং সেটি তৈরি হয়েছে গ্রানাইট পাথর দ্বারা!

৩. আইফোন ৪এস অ্যালাইট গোল্ড :
৭৮২,১০৮,২০০.০০ টাকা

এই ফোনের বেজেলে রয়েছে ৫০০ হীরের টুকরা এবং ব্যাক পার্টটি নির্মিত হয়েছে ২৪ ক্যারেট গোল্ড দ্বারা। ফোনের পিছনে থাকা অ্যাপলের লোগোটি নির্মিত হয়েছে ২৪ ক্যারেটের গোল্ড এবং ৫৩ টুকরা দ্বারা হীরা দ্বারা। এটির ন্যাভিগেশন হোম বাটনটি ৮.৬ ক্যারেটের হীরা দ্বারা, সেখানে আরও একটি গোলাপী রঙের ৮.৬ ক্যারেটের হীরা রয়েছে। এটি যে বক্সে আসবে সেটির সঙ্গে থাকবে একটি আসল টি-রেক্সের হাড়!

২. ব্ল্যাক ডায়মন্ড আইফোন ৫ : ১,২৭৩,০০৫,৯০০.০০ টাকা


এই ফোনটির বিশেষত্ব হলো এটির সঙ্গে রয়েছে দুর্লভ কালো হীরা। অ্যাপলের লোগো তৈরিতে এবং সেটের কর্নারে ব্যাবহৃত হয়েছে ৬০০ মূল্যবান পাথর। এছাড়া, হোম বাটনটি হলো ২৬ ক্যারেটের কালো হীরা।

১. ফ্যালকন সুপারনোভা আইফোন ৬ পিঙ্ক ডায়মন্ড : ৯,১৯৩,৯৩১,৫০০.০০ টাকা

ফ্যালকন আইফোন ৬ হলো পৃথিবীর সবচেয়ে দামী স্মার্টফোন। এই ফোনের পিছনের লোগোর ঠিক নিচে রয়েছে বড়সড় একটি গোলাপী হীরা। এই সেট তৈরিতে ব্যাবহৃত হয়েছে প্লাটিনাম, ২৪ ক্যারেট সোনা। এটির স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, ৪.৭ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, ১ জিবি র্যাম এবং ১৬ জিবি বা ৩২ জিবি বা ৬৪ জিবি বা ১২৮ জিবি’র স্টোরেজ। এটির ব্যাটারি হলো ১৮১০ মিলি-অ্যাম্পয়ারের নন-রিমুভাল ব্যাটারি। এবং ফ্রন্টে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটির রিয়ারে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে ১.২ মেগাপিক্সেলের ক্যামেরা।

তথ্যসূত্র:

Top 10 Most Expensive Smartphones in The World (2018)

Comments are closed.