ফ্লেক্সিবল স্ক্রীন!

ফ্লেক্সিবল স্ক্রিনের কল্পনাকে এবার বাস্তবে রূপ দিল বিখ্যাত LG টেকনোলজি। এবছরে লস ভেগাসে অনুষ্ঠিত এক প্রযুক্তি প্রদর্শনী মেলায় BBC এর মাধ্যমে এই ফ্লেক্সিবল টিভির হ্যান্ডস অন রিভিউ দেখানো হয়।
ফ্লেক্সিবল এই স্ক্রিনের আকার ১৮ ইঞ্চি। একে হাই ডেফিনেশন করার জন্য এর রেজ্যুলেশন রাখা হয়েছে ১২০০x৮১০ পিক্সেল। সবথেকে গুরুত্ত্বপূর্ণ যেটা তা হল, মাত্র ৩ সেন্টিমিটার যায়গার মধ্যে এই ১৮ ইঞ্চি স্ক্রিনটি রোল করে রাখা যাখা যাবে কোন প্রকার ভাঙা বা ক্ষতি ছাড়াই।
এই প্রযুক্তিটি সম্ভব হয়েছে Organic Light Emitting Diode (OLED) এর কল্যানে। এক্ষেত্রে LCD এর মত আলাদা কোন স্ক্রিন প্রয়োজন হয় না আলো প্রতিফলিত করার জন্য। তাই OLED এর ব্যাবহারের মাধ্যমে আরও চিকন স্ক্রিন তৈরি করা সম্ভব হয়েছে। এখন মনে করা হচ্ছে যে OLED -ই হবে আগামীর স্ক্রিন প্রযুক্তি। ভবিষ্যতে মোবাইল, মনিটর, টিভি সব ক্ষেত্রেই এর ব্যাবহার করা হবে বলে আশা করা হচ্ছে।
এখনো এই প্রযুক্তি খরচ সাপেক্ষ। আশা করা যাচ্ছে যে এর আরও ডেভলপের মাধ্যমে সার্বজনীন ব্যাবহার নিশ্চিত করা সম্ভব হবে অচিরেই।

Comments are closed.