সূর্যের ভরের চেয়ে প্রায় ৪০ বিলিয়ন গুণ বৃহৎ ব্ল্যাকহোল !

এই সুবিশাল মহাবিশ্বের তুলনায় আমরা বরাবরই নগণ্য কিংবা তাঁর চেয়েও ক্ষুদ্র। অসীম বিশ্বের বিশালতা বরাবরই দেখায় আমরা কতটা ক্ষুদ্র এই জগতে। যদি এই সূর্যের সাথেই তুলনা করা হয় তাহলে ১০০০ বৃহস্পতি গ্রহ প্রয়োজন হবে একটা সূর্যের সমান আকৃতি তৈরি করতে। আর যদি সেটা হয় সূর্যের থেকেও ৪০ বিলিয়ন গুণ সুবিশাল এক ব্ল্যাকহোল তবে?

রীতিমতো এটা চিন্তা করাও অনেক কঠিন যে এত বিশাল অতিদানবীয় ব্ল্যাকহোলের অস্তিত্ব থাকতে পারে। কিন্তু সত্যি সত্যিই ব্ল্যাকহোলটির অবস্থান করছে আরেটি অতিদানবীয় উপবৃত্তাকার গ্যালাক্সি Holmberg 15A এর কেন্দ্রে।

Holmberg 15A প্রায় ৭০০ মিলিয়ন আলোকবর্ষ দূরে আমাদের থেকে যা Abell 85 গ্যালাক্সি ক্লাস্টারের মাঝে অবস্থিত। এই দানব বরাবরই জ্যোতির্বিজ্ঞানীদের নিকট একটি হটকেকের মতো ছিল। পূর্ববর্তী হিসাবে এর আনুমানিক ভর ধরা হয়েছিল সূর্য থেকে প্রায় ৩১০ বিলিয়ন গুণ, কিন্তু ওটা ছিল শুধু তাত্ত্বিক হিসাব। কিন্তু বর্তমানে এর চারিপাশে নক্ষত্রের অবস্থান আর গতিবিধি দেখে হিসাব স্থির করা হয় ৪০ বিলিয়নে। যেহেতু সরাসরি অবজারভেশনে এই হিসাব করা হয় সুতরাং ভুল হবার সম্ভাবনা ক্ষীণ। শুধু মাত্র ২ রাতের বিশেষ গবেষণা ও অবজারভেশনে এই সিদ্ধান্তে আসেন বিজ্ঞানীরা। ইতোমধ্যেই সেই গবেষণাটি The Astrophysical Journal এ প্রকাশের জন্য পাঠিয়ে দেয়া হয়। এর জন্য ব্যবহার করা হয় Multi Unit Spectroscopic Explorer(MUSE) যা ESO এর Very Large Telescope(VLT), Northern Chile তে অবস্থিত। বিজ্ঞানীরা এই ব্ল্যাকহোলের চারিপাশের নক্ষত্র গুলোর আন্তঃনাক্ষত্রিক গতিবিধি লক্ষ্য করেন যেগুলো তাকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছিল। তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হোন যে এখন পর্যন্ত আবিষ্কৃত SMBH(Super Massive Black Hole) গুলোর মধ্যে এটি সবচেয়ে বড় এবং রেকর্ড ভঙ্গকারী। তবে সেটা শুধু SMBH এর ক্ষেত্রে। UMBH এর খেতাব এখনও আছে TON 618 গ্যালাক্সির কেন্দ্রে থাকা ব্ল্যাকহোলের গায়ে যা সূর্য হতে ৬৬ বিলিয়ন গুণ বড় এবং দূরত্ব হচ্ছে ১০ মিলিয়ন আলোকবর্ষ।

ব্যাপারটা আসলেই কল্পনার বাহিরে যে ৪০ বিলিয়ন গুণ বড় একটা বস্তু কীরকম হতে পারে। ধরা যাক এই SMBH টি আছে আমাদের সৌরজগতের কেন্দ্রে যেখানে সূর্য অবস্থান করছে। তাহলে এটি প্লুটোকেও ছাড়িয়ে যাবে। প্লুটো হতে সূর্যের দূরত্ব ৪০ Astronomical Units, কাইপার বেল্টের বিস্তৃতি প্রায় ৫০ AU কিন্তু SMBH এর বিস্তৃতি প্রায় ৭৯০ AU যা প্রায় উষ্ট্র মেঘ বা Oort Cloud এর শুরুর দিকের বিস্তৃতি পর্যন্ত যার প্রারম্ভ প্রায় ১০০০ AU থেকে। এখন আশা করি কিছুটা হলেও ধারণা মিলছে এই ব্ল্যাকহোল কত বিশাল!

MIT-Blackhole-Jet
কিন্তু প্রশ্ন হলো এই ব্ল্যাকহোলটি কীভাবে এত Super Massive আকার ধারণ করল?
ধারণা করা হয় দুটো Early Type Galaxy(ETG) এর সম্পূর্ণভাবে মিশে যাওয়া থেকেই এই SMBH তৈরি হয়েছে (Elliptical আর lenticular গ্যালাক্সির সংমিশ্রণেই তৈরি হয় ETG)। দুটি ETG এর ছিল Depleted Core অর্থাৎ সেখানে বেশি সংখ্যক তারা ছিলনা বিধায় প্রবল মাধ্যাকর্ষণের ফলে এই দানবের সৃষ্টি।

আবার অন্য থিওরি বলে Holm 15A এর এই ব্ল্যাকহোলটি দুই এরও বেশি সংখ্যক ETG এর মিশ্রণে তৈরি হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা ক্রমাগতই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই SMBH সম্পর্কে আরো তথ্য উদঘাটনের জন্য। তাঁদের মতে Holm 15A হচ্ছে একমাত্র ETG টাইপ গ্যালাক্সি যা এতো বিস্তারিত ভাবে ইনভেস্টিগেট করা হয়েছে এবং ব্ল্যাকহোল সম্পর্কেও বিশদ তথ্য পাওয়া গিয়েছে। এস্ট্রোফিজিসিস্টরা এটা অনুমান করেন যে যেহেতু একটি SMBH এর সন্ধান মিলেছে এর মানে হচ্ছে এরকম অতিদানবীয় ব্ল্যাকহোলের অস্তিত্ব এই মহাবিশ্বে আরো থাকাটা স্বাভাবিক। তাঁরা চেষ্টা করছেন সেগুলো খুঁজে পেতে যা হয়ত এই ব্ল্যাকহোলগুলোর উদ্ভব এবং বিবর্তন নিয়ে করা প্রশ্নগুলোর উত্তর দেবে। আবারও একটা ব্ল্যাকহোল কত বিশাল হতে পারে সেটারও একটা লিমিট রয়েছে। বিজ্ঞানীরা হিসাব করেছেন প্রায় ৫০ বিলিয়ন সৌরভর সম্পন্ন। কিন্তু যদি দুটো সর্বোচ্চ লিমিটের ব্ল্যাকহোল জোড়া লাগে তবে তা ১০০ বিলিয়ন সৌরভরের সমতুল্য।
The LIGO Observatory ক্রমাগতই কাজ চালিয়ে যাচ্ছে এরকম নতুন শ্রেণীর UMBH আবিষ্কারের এবং কীভাবে তাঁরা এতটা দানবীয় হয় সেটার পরিপূর্ণ ব্যাখ্যা দিতে। শীঘ্রই হয়ত আমরা আরো চমকপ্রদ কিছু তথ্য পেতে যাচ্ছি!

Comments are closed.