কমে গেলো গুগল ইমেজ সার্চের কার্যকারিতা

গুগল ইমেজ সার্চ ব্যবহার করেন নি এমন কাউকে পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যেকোনো ইমেজ প্রয়োজন হলেই ভিউ ইমেজ বাটন চেপে ডাউনলোড করে নেওয়ার প্রক্রিয়াটি নবাগত শিশুদের ও জানা ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে গুগলের ইমেজ সার্চ প্রক্রিয়াটি আরো জটিল হয়ে উঠেছে।
পূর্বে একজন ব্যবহারকারী সরাসরি গুগল থেকেই যেকোনো চিত্র সংগ্রহ করে নিতে পারতেন। কিন্তু এখন গুগল এই চিত্র সংগ্রহের জন্যে ব্যবহারকারীকে প্রতিটি চিত্র যে ওয়েবসাইটে আছে সেটি ভিজিট করতে উৎসাহিত করছে।

এক টুইট বার্তায় Danny Sullivan(গুগল সার্চ ইঞ্জিনের সামাজিক যোগযোগ প্রতিনিধি) এ খবরটি জানান। সর্বপ্রথম জানানো হয় যে ব্যবহারকারীদেরকে অতিপ্রয়োজনীয় ওয়েবসাইট গুলোর সাথে সম্পর্ক রক্ষা করতে এই উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে জানা যায় যে Getty Images এর কারণেই মূলত এই পরিবর্তন।
আরো জানানো হয় যে, ব্যবহারকারীদের চাহিদা এবং প্রকাশকের সত্ব উভয়ই তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

দুই বছর আগে Getty Images এর পক্ষ থেকে গুগলের বিরুদ্ধে এক অভিযোগ তোলা হয়। এতে গুগলের সরাসরি চিত্র প্রদর্শন করার এবং ডাউনলোড করার বিষয়টি মুখ্য ছিল।

বেশ কিছুদিন পূর্বে গুগলের সাথে Getty Images এর এক সমঝোতা হয় এবং গুগলের বিরুদ্ধে অভিযোগটি তুলে নেয়। এই চুক্তির একটি শর্ত ছিল গুগলের সরাসরি ডাউনলোড করার পদ্ধতিটি আর রাখা যাবে না।

গুগল ইমেজ সার্চ পূর্বে মূলত চিত্রগুলো প্রদর্শনেই গুরুত্ব দিতো। চিত্রটির সত্বাধিকার সম্পর্কে অনেক কম তথ্যই থাকত। বর্তমান এই পরিবর্তনে চিত্রটির সত্বাধিকারীর সম্পর্কেও অনেক তথ্য ব্যবহারকারীরা পাবেন।

এখন থেকে ব্যবহারকারীদেরকে আরো কয়েকটি অতিরিক্ত ক্লিক করার প্রয়োজন হবে। যেটি সকলের কাছেই একটি হতাশাজনক বিষয়। অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে গুগলের আলাদা হওয়ার কারণ ছিল গুগলের সারল্য(simplicity)। কিন্তু বর্তমানে গুগল এর ব্যতিক্রম করছে। ব্যবহারকরীদের প্রতিক্রিয়া এটিই হতাশ করছে।

এই বিষয়টির সমাধান হিসেবে অনেকেই রাইট ক্লিক করে “Open Image in new tab” এর কথা বললেও অনেক সময় আশানুরূপ ফলাফল পাওয়া যায় না। তবে একটি ওপেন সোর্স এক্সটেনশন ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে। Make Google Image Search Great Again নামের এই এক্সটেনশনটি ব্যবহার করে গুগলের ভিউ ইমেজ বাটন টি ফিরিয়ে আনা যাবে। তবে অন্যান্য সার্চ ইঞ্জিনে এ ধরনের কোনো পরিবর্তন হয় নি। Bing এবং DuckDuckGo পূর্বের মতোই ভিউ ইমেজ বাটন টি প্রদর্শন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>