গুগল : কিছু অনিশ্চয়তা?

 

১৯৯৮ সালে যার যাত্রা শুরু এবং ক্রমেই প্রযুক্তির বিশ্বকে একীভূত করে ফেলেছে। টেকনোলজিই যেখানে আমাদের জীবনপ্রবাহ নিয়ন্ত্রণ করছে সেখানে এটা বলতে বাধা নেই যে আমরা গুগলের কাছে প্রতিদিনই অনেকাংশে নির্ভরশীল। তবে গুগলের সাম্প্রতিক কিছু পদক্ষেপ আমার মনে এর সম্পর্কে কিছু অনিশ্চয়তার প্রশ্ন সৃষ্টি করেছে। মানে পুরো লেখাটাই আমার কিছু মতামত। এই ব্যাপারে আর কোনো প্রকাশিত দলিল আছে কিনা জানি না। গুগলের দুটি ফিচার নিয়েই এই সম্পুর্ন লেখা।

১. ভিউ ইমেজ বাতিলের সিদ্ধান্ত এবং সেটা কার্যকর করা
২. গুগল সিমপ্লিফাইড ভিউ এর প্রভাব

ভিউ ইমেজ বাতিল

গত মাসেই গুগল তাদের সার্চ ইঞ্জিন থেকে ভিউ ইমেজ অপশনটি বাতিল করে দেয়। আপাত দৃস্টিতে এটি ছোটখাট ঘটনা মনে হলেও এটি প্রযুক্তির জগতে গুরুত্বপূর্ণ ঘটনা। ভিউ ইমেজ বাতিলের সিদ্ধান্ত নেওয়ার মূল কারণটি ছিলো “কপিরাইট” আইন। গুগলে কোনো ইমেজ সার্চ করলেই সবথেকে প্রাসঙ্গিক এবং ভালো রেজুলেশন সম্পন্ন ইমেজ রেসাল্ট হিসেবে দিত। এখনো দেয়। কিন্তু পূর্বে ভিউ ইমেজ অপশনটি থাকায় খুব সহজেই ছবিটির ভালো রেজুলেশনে ডাউনলোড করা যেত। অর্থাৎ ভিউ ইমেজে ক্লিক করলেই ছবিটির ডাউনলোড পেজে নিয়ে যেত। এর ফলে ইন্টারনেটে আপলোডকৃত পাবলিক ইমেজগুলো যে কেউ খুব সহজে ডাউনলোড করে ব্যবহার করত। তবে ব্যাবহারের সময় অধিকাংশ মানুষই ছবিটির কর্টেসি দিত না। এর অর্থ হলো কপিরাইট আইন ভঙ্গ করা। এটা ঠেকাতেই গুগল ভিউ ইমেজ বাতিল করে দেয়। এখন ইমেজ ডাউনলোডের সময় নির্দিষ্ট ওয়েবসাইটিতে সার্চ রেজাল্ট থেকে প্রবেশ করতে হয় এরপর ছবিটি ডাউনলোড করতে হয়। এটি অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। আর মানুষতো গুগলের মত ওয়েব ক্রল করতে পারবে না,তাই ছবিগুলোর এইচডি সংস্করণ অনেক সময় খুঁজে পাওয়া যায় না।

যাদের হাই রেজুলেশনের ছবি প্রয়োজন হয় তারা এখন গুগল ছেড়ে অন্য সার্চ ইঞ্জিনের দিকে ঝুঁকছে। যেখানে পছন্দের তালিকায় রয়েছে Bing,DuckDuckGo, Yandex, Yahoo’র মত সার্চ ইঞ্জিন গুলো। যেহেতু এগুলোর এলগরিদম গুগলের মত নয় তাই ইউজাররা যে সার্চ রেজাল্ট পাচ্ছেন তাতে অনেক সময়ই তাদের হতাশ হতে হচ্ছে। পাশাপাশি রয়েলটিহীন ছবি ডাউনলোড ও শেয়ারিংয়ের ওয়েবসাইট গুলোর চাহিদাও বাড়ছে। এর মধ্যে রয়েছে PIXABAY,IMGUR,PEXELS এর মত সাইটগুলি।

গুগল সিমপ্লিফাইড ভিউ

গুগল ক্রোমের জন্য একটি এক্সটেনশন স্বরূপ সুবিধা হলো GOOGLE SIMPLIFIED VIEW এর বিশেষত্ব হলো। সাপোর্টেড যেকোনো ওয়েব পেইজকে অত্যন্ত সরলভাবে অপ্রয়োজনীয় স্ক্রিপ্ট বাদ দিয়ে আপনার সামনে উপস্থাপন করতে পারবে। এই কারনে সিমপ্লিফাইড ভিউয়ে কোনো এডভারটাইস ও দেখা যায় না। যেটা কারো জন্য সুসংবাদ আবার কারো জন্য দুঃসংবাদ। সুসংবাদ বলার কারন হলো যেহেতু বেশিরভাগ মানুষ ক্রোম ব্যাবহার করে সেহেতু তাদেরকে এডের যন্ত্রনা সহ্য না করতে হবে না। যেকোনো বড় আর্টিকেল পড়তে পারবেন মনোযোগে।

কিন্তু এর ফলে বিশাল এড ইন্ডাস্ট্রি ক্ষতির মুখে পড়তে পারে। যখন সিমপ্লিফাইড ভিউ থেকে দেখবেন তখন কোনো এড দেখতে পাবেন না। এড দেখতে পাবেন না মানে CPC কমে যাবে। CPC কমে গেলে পাব্লিশরদের আয় কমে যাবে।

পরিশেষে..

আমি কোনো এনালিস্ট না বা সেই গোত্রের কিছুই না। এটি একান্তই আমার ব্যাক্তি মত। এই মিলিয়ন মিলিয়ন ডলারের সিদ্ধান্ত গুগল নিশ্চয় হুট করে নেবে না।গুগল নিশ্চয় ভালোর জন্যই তাদের মধ্যে কিছু পরিবর্তন এনেছে। এই সিদ্ধান্ত আসলেই কোনো অনিশ্চয়তার জন্ম দেয় কিনা সেটা পাঠকদের উপরেই ছেড়ে দিলাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>