গ্রাফিন এক্সপেরিমেন্টের চমকপ্রদ ফলাফল

গ্রাফিন হচ্ছে পরমাণুর সমান পুরুত্বের একটি মৌচাকের মত কেলাস, যাকে মূলত একটি দ্বিমাত্রিক কার্বন চাকতি হিসেবে বিবেচনা করা যায়। চাকতিটির ক্ষেত্রফল যত বড়ই হোক না কেন পুরুত্ব হয় মাত্র একটি পরমাণুর আকারের সমান। এটি কাচের মত স্বচ্ছ। ইস্পাতের তুলনায় প্রায় ১০০ গুণ বেশি শক্তিশালী এবং এখন পর্যন্ত আবিষ্কৃত সব মৌল ও যৌগের মধ্যে সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী। গ্রাফিনের বহুবিধ ব্যবহার রয়েছে। সম্প্রতি বিজ্ঞানীগণ বিভিন্ন স্পেস এ্যাপ্লিকেশনে গ্রাফিনের ব্যাবহার পরীক্ষা করে দেখেছেন।

“আমাদের জানা মতে গ্রাফিনের প্রচুর ব্যাবহার রয়েছে। আমরা আগেই অনুমান করেছিলাম, মহাকাশ গবেষণায় ব্যাবহৃত হাতিয়ার গুলোতে গ্রাফিনের ব্যাবহার চমকপ্রদ হতে পারে। আর এবারই প্রথম গ্রাফিনকে মহাকাশ সম্পর্কিত গবেষণায় ব্যাবহার করা হচ্ছে।” কথা গুলো বলেন গ্রাফিন ফ্ল্যাগশিপের সায়েন্স এন্ড টেকনোলজি অফিসার প্রফেসর এন্ড্রিউ ফেরারি। ( গ্রাফিন ফ্ল্যাগশিপঃ বিভিন্ন ক্ষেত্রে গ্রাফিনের ব্যাবহার নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান।)

মহাকাশযানের ‘লুপ হিট পাইপ’ কিংবা স্যাটেলাইটের ‘হিট ম্যানেজমেন্ট সিস্টেমে’ গ্রাফিনের ব্যাবহার বেশ নির্ভরযোগ্য। এর ওজন হালকা এবং আলোর সাথে তীব্র মিথস্ক্রিয়া করতে সক্ষম। এসব কারণে গ্রাফিনকে মহাকাশযান সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ব্যাবহার করা একটি চমকপ্রদ আইডিয়া হতে পারে বলে ধারণা করছেন গবেষকগণ। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে মকাকাশ যানের ক্ষেত্রে গ্রাফিনের এই প্রয়োগ গুলো পরীক্ষা করে দেখা হয়েছে।

[columns]
[column size=”1/2″]মহাকাশ যানের লুপ হিট পাইপের মূল উপাদান হলো একটি ধাতব শলতে, যেখানে একটি গরম বস্তু থেকে তাপ ফ্লুয়িডে স্থানান্তরিত হয়। ইটালির ন্যাশনাল রিসার্চ কাউন্সিল এর অধীনে দুটি জায়গায় – ‘ইন্সটিটিউট ফর মাইক্রোইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোসিস্টেমস’ এবং ‘ক্যামব্রিজ ইউনিভার্সিটি গ্রাফিন সেন্টার’ এ মহাকাশযান ব্যাবস্থাপণা, স্যাটেলাইট সার্ভিস, স্যাটেলাইট উৎক্ষেপণ এবং হাইটেক ইস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে একই সাথে দুই ধরনের গ্রাফিনের ব্যাবহার পরীক্ষা করে দেখা হয়।[/column]
[column size=”1/2″]

আমরা স্যাটেলাইট এবং স্পেসপ্রব গুলোর দীর্ঘ স্থায়িত্ব এবং আরও উন্নত স্বনিয়ন্ত্রণ ব্যাবস্থার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গ্রাফিন ব্যাবহারের ফলে আমরা আরও নির্ভরযোগ্য লুপ হিট পাইপ পাবো, যেগুলো মহাকাশে স্বনিয়ন্ত্রিত ভাবে কাজ করে পারবে।

ডক্টর মার্কো মলিনা , চিফ টেকনিক্যাল অফিসার, লেনারডো স্পেস লাইন

[/column]
[/columns]

চলতি নভেম্বর-ডিসেম্বরের ল্যাব টেস্টে চমকপ্রদ ফলাফল পাওয়ার পর লুপ হিট পাইপের শলতে গুলোকে দুটো ‘ইএসএ প্যারাবোলিক ফ্লাইট ক্যাম্পেইন’ এ পরীক্ষা করে দেখা হয়। প্রফেসর ফেরারি বলেন, “আমরা কয়েকটি বেশ ভালো মানের পরীক্ষা সম্পন্ন করেছি। এর ফলাফল টুকু স্পেস এ্যাপ্লিকেশনে ব্যাবহার করার আগে আমাদেরকে অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে শলতে গুলো লো-গ্র্যাভিটি এবং হাইপার-গ্র্যাভিটিতে কি ধরনের পারফরম্যান্স দেখায়।”

“এ ধরনের এক্সপেরিমেন্ট গুলো সত্যিই অসাধারণ, এর অনুভূতিটা অবিশ্বাস্য আর মুক্তভাবে ভেসে থাকার অভিজ্ঞতাটাও চমৎকার।“ কথা গুলো বলেন, ইউনিভার্সিটি লেব্র দ্য ব্রুক্সিলস এর ছাত্র ভানজা মিস্কোভিক। নভোস্পেস কর্তৃক পরিচালিত একটি মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্টের প্যারাবোলিক ফ্লাইট অপারেশনে তিনি কাজ করেছেন। এই এক্সপেরিমেন্ট টির রিপোর্ট গ্রাফিন ব্যাবহারের ফলে লুপ হিট পাইপের শলতে গুলোর উত্তরোত্তর উন্নতি নিশ্চিত করেছে। পরবর্তীতে ব্যাবসায়িক উদ্দেশ্যে গ্রাফিন-বেইজড হিট পাইপের উন্নয়ন নিয়ে কাজ করবে বলে জানিয়েছে গ্রাফিন ফ্ল্যাগশিপ।

“ফ্ল‍্যাগশিপ কিভাবে কাজ করে এটা তার একটি সুন্দর উদাহরণ বলে আমি মনে করি। গ্রাফিন প্রয়োগের ক্ষেত্রে কাজ করার লক্ষ্যে এটা তিনটি একাডেমিক পার্টনার এবং একটি বড় ইন্ডাস্ট্রিকে একত্রিত করেছে।”, কথাগুলো বলেন গ্রাফিন ফ্ল্যাগশিপের ভাইস ডিরেক্টর ভিনসেঞ্জো পালেরমো।

Comments are closed.