আলাস্কা এর কথা শুনলেই হয়তবা আমাদের মাথায় আসে যে বরফে ঢাকা ধু ধু প্রান্তর, কোথাও কিছু নেই। চারিদিকে শুধু তুষারপাত। এ চিত্রটা সত্যি হলেও এবার চিন্তা করতে হবে টমেটো সহ বিভিন্ন সবজি উৎপাদনের চিত্র।
গত ৭ বছরে আলস্কাতে ৭০০ টি বড় বড় গ্রিনহাউজ তৈরি হয়েছে, যা প্রতি বারে কয়েক লক্ষ টন সবজি উৎপাদনে সক্ষম। এটি সম্ভব হয়েছে US Department of Agriculture and Natural Resource Conservation Service এর একটি প্রোগ্রাম এর বদৌলতে। সূর্যের সামান্য আলো কাচের তৈরি ঘরে প্রবেশ করে যার ফলে এর তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তিত হয় এবং সেখানে কিছু নির্দিষ্ট উদ্ভিদ তৈরির জন্য সুন্দর পরিবেশ তৈরি হয়। এর মানে আলাস্কার মানুষ ভুট্টা থেকে শুরু করে সবজি পর্যন্ত সব কিছুই এভাবে উৎপাদন করতে পারেন। শুধু তাই নয় সেখানকার মানুষ এখন জানুয়ারি মাসেও চাইলে ফারমিং করতে পারেন যখন সেখানে সূর্য মাত্র ৪ ঘণ্টার জন্য আলো দিয়ে থাকে।
এসব কমিউনিটি গ্রিন হাউজ আলাস্কার উত্তরাঞ্চলে Artic সার্কেল এর কাছের গ্রামের মানুষ গুলোর কাছে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এখন থেকে আলাস্কার মানুষরা বছরে ১১ মাসই সবজি উৎপাদন পারেন, কারণ এই উত্তরাঞ্চলে জানুয়ারীমাসে কোন সূর্য উঠেনা।
প্রতিবেদকঃ আমান উল্লাহ্ আমান।