পয়কারে কে চেনো?

আজ ১৭ জুলাই! ১৯১২ সালের ঠিক এই দিনটাতেই পৃথিবী হারায় এক মূল্যবান সম্পদ। হ্যা, আজ বিখ্যাত ফরাসি গণিতবিদ হেনরি পয়াকারের (Henri Poincaré) প্রয়াণ দিবস। তিনি একাধারে গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ , প্রকৌশলী ও দার্শনিক , এবং গণিতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মৌলিক প্রতিভা বলে স্বীকৃত। তাঁকে প্রায়ই বহুশাস্ত্রবিদ এবং গণিতের সর্বশেষ বিশ্ববাদী বলা হয়। ১৮৫৪ সালের ২৯শে এপ্রিল ফ্রান্সের লোরেনে তিনি জন্মগ্রহণ করেন। একজন গণিতবিদ এবং পদার্থবিজ্ঞানী হিসেবে, তিনি বিশুদ্ধ এবং ফলিত গণিত, গাণিতিক পদার্থবিজ্ঞান, এবং স্বর্গীয় বলবিজ্ঞানে অনেক মৌলিক অবদান রেখেছেন। তিনি পোয়াঁকারে অণুমানকে সুত্রবদ্ধ করেন, যা গণিতবিশ্বে একটি বিশ্ববিখ্যাত সমাধানহীন সমস্যা হিসেবে বিবেচিত ছিল এবং ২০০২-০৩ সালে তা সমাধান করা সম্ভব হয়। পোয়াঁকারে গণিতের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি বিশৃঙ্খল নিয়ন্ত্রণবাদী সিস্টেম আবিষ্কার করেন, যা আধুনিক বিশৃঙ্খলা তত্ত্ব’র ভিত্তিপ্রস্তর স্থাপন করে। এছাড়া তাঁকে আধুনিক টপোগণিতের একজন প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। মহাজাগতিক বলবিদ্যা বিষয়ে গবেষণা করতে গিয়ে তিনি অভিসারী ও অপসারীস শ্রেণী সম্পর্কে মূল্যবান তথ্য উপস্থাপন করেন।


তথ্যসূত্র:উইকি

Comments are closed.