বহুতল ভবনের ও ২০১৫-১৬ সাল

২০১৫ সালে ১০৬ টা আকাশচুম্বি ভবন নির্মিত হয়েছে যেগুলোর উচ্চতা ২০০ মিটারের বেশি (সূত্র: CTBUH) এবং এই সংখ্যাটা বিগত বছরের রেকোর্ডকে ভেঙে দিয়েছে। ২০১৪ সালে এই সংখ্যা ছিল ৯৯ টি। এবং ধারণা করা হচ্ছে এই ২০১৬ সালে বিগত সকল বছরের ২০০ মিটারের চেয়ে বেশি উচু আকাশ্চুম্বি ভবনের রেকোর্ড ভেঙে যাবে।
বর্তমানে পৃথিবীতে ২০০ মিটারের চেয়ে উচু দালানের সংখ্যা ১০৪০ টি। এর মধ্যে মাত্র ২৬৫ টি ভবন ২০০০ সালের আগে নির্মিত হয়েছে। আর বাকিগুলো নির্মিত হয়েছে বিগত ১৫ বছরে। ধারণা করা হচ্ছে যে ২০১৬ এই সংখ্যায় আরও ১১০ থেকে ১৩৫ টি ভবন নতুন যোগ হবে।
২০১৬ সালে নির্মান হতে যাওয়া এসব ভবনের বেশির ভাগই নির্মান হবে এশিয়ায়। ২০১৫ সালের ১০৬ টা ভবনের মধ্যে ৮১ টাই ছিল এশিয়ায় আর জাকার্তা একাই ৭ টা নির্মান করেছে। চীনও এই দৌড়ে পিছিয়ে নেই। এক হিসেবে দেখা গেছে যে চীনে প্রায় ৩০০ টা আকাশচুম্বি ভবন নির্মানাধীন আছে।
সূত্রঃ http://www.popularmechanics.com/technology/infrastructure/a19046/record-skyscrapers-2015

Comments are closed.