সবচেয়ে উত্তপ্ত গ্রহ ‘ কেল্ট-৯বি’

 

আমরা সকলেই জানি, গ্রহের তাপমাত্রা সবসময় নক্ষত্রের চেয়ে কম হয়। কিন্তু এমন একটা গ্রহ আছে যার তাপমাত্রা মহাবিশ্বের ৮০ ভাগ নক্ষত্রের চেয়ে বেশি। আশ্চর্য এ গ্রহটির নাম ‘কেল্ট-৯বি’। কেল্ট-৯ নামের তেজস্বী নক্ষত্রের চারপাশে ঘুরছে এ গ্রহটি। মাতৃ নক্ষত্রকে একবার ঘুরে আসতে এর সময় লাগে মাত্র ১.৫ দিন (৩৬ ঘন্টা) । এর কারণ নক্ষত্র থেকে এর দূরত্ব খুব অল্প ; মাত্র ৩২ লাখ মাইল ( ৫১ লাখ কিলোমিটার)।

কেল্ট-৯বি প্রথম আবিষ্কৃত হয় ২০১৪ সালে। কিলোডিগ্রী এক্সট্রিমলি লিটল টেলিস্কোপ এর ( KELT) সাহায্যে। গ্রহটি আমাদের থেকে প্রায় ৬৫০ আলোকবর্ষ দূরে। এর ভর বৃহস্পতি গ্রহের থেকে ২.৮ গুণ বেশি । এবং ঘনত্ব বৃহস্পতির অর্ধেক। এর কারণ পার্শ্ববর্তী নক্ষত্রের প্রভাবে এর বায়ুমন্ডলে নিয়মিত ঝড় বয়ে চলে। এটি শনি-বৃহস্পতির মতো গ্যাস জায়ান্ট। অর্থাৎ এর কোনো শক্ত পৃষ্ঠ নেই। দিনের বেলায় এর তাপমাত্রা থাকে ৪,৩০০ ডিগ্রী সেলসিয়াস বা ৭,৭৭০ ডিগ্রী ফারেনহাইট। যা সৌরপৃষ্ঠের তাপমাত্রা থেকে মাত্র ১৩০০ ডিগ্রী সেলসিয়াস কম। কেল্ট-৯বি এর এই মাত্রাতিরিক্ত তাপমাত্রার কারন নক্ষত্রের খুব কাছাকাছি অবস্থান। এর মাতৃ নক্ষত্রের তাপমাত্রাও খুব বেশি-প্রায় ৯৮৯৭ ডিগ্রী সেলসিয়াস। এই নক্ষত্রটি সূর্যের থেকে দ্বিগুণ বড় এবং দ্বিগুণ বেশি গরম।

কেল্ট-৯বি গ্রহটির একটি দিক সবসময় এর নক্ষত্রের দিকে মুখ করে থাকে। ফলে উল্টোদিকটা সবসময় অন্ধকারাচ্ছন্ন থাকে। এই অন্ধকার অংশের তাপমাত্রাও খুব বেশি, প্রায় ৩৭৭৭ ডিগ্রী সেলসিয়াস।

গ্রহটি নিয়ে পরিচালিত গবেষণা দলের সদস্য ওহাইও স্টেট ইউনিভার্সিটির জ্যােতির্বিদ স্কট গৌদি বলেন ” এটি এখনো পর্যন্ত আমার দেখা সবচেয়ে অদ্ভুত গ্রহ ”
গৌদি আরো বলেন

” ভরের সাহায্যে গ্রহকে যেভাবে সঙ্গায়িত করা হয়,তাহলে এটিকে গ্রহ বলতে হবে। তবে এ পর্যন্ত আমাদের দেখা গ্রহগুলোর বায়ুমন্ডলের সাথে এর কোনো মিল নেই “

University of Maryland এর একজন জ্যোতির্বিজ্ঞানী ড্রেক ডেমিং বলেছেন,

KELT-9b হল একটি হাইব্রিড প্ল্যানেট-স্টার, এর গ্রহের মত ভরও আছে, আবার তারার মত আবহাওয়াও রয়েছে

জ্যােতির্বিদেরা বেশ অবাক হয়েছেন এ গ্রহটি দেখে। কারন এত বেশি উত্তাপ নিয়ে সাধারণত কোনো গ্রহ টিকে থাকতে পারে না। সুইনবার্ন ইউনিভার্সিটির জ্যােতির্বিদ অ্যালান ডাফি বলেন :

” আমি স্বাভাবিক ভাবেই এ গ্রহটি দেখে বেশ অবাক হয়েছি। অবাক হওয়ার কারণ হলো, যদি একটি নক্ষত্র খুব ভারী এবং তেজস্বী হয়,তবে বিকিরণ এর প্রচণ্ডতায় এর চারপাশ থেকে প্রায় সব পদার্থ উড়িয়ে নিয়ে যায়। একটি গ্রহ তৈরি হওয়ার মত পদার্থ অবশিষ্ট থাকে না। “

তেজস্বী বিকিরণের কারণে ভারী কোনো নক্ষত্রের চারপাশে যদি কোনো গ্রহ তৈরি হয়, তবে তার জীবনকাল ছোট হয়। জ্যােতির্বিদ্যের মতে,” কেল্ট-৯বি প্রতি সেকেন্ডে ১ কোটি কেজি ভর হারাচ্ছে “। ফলে ধূমকেতুর মত গ্রহটির একটি লেজ তৈরি হয়েছে। সেই দিন আর বেশি দূরে নয় যেদিন গ্রহটি নিঃশেষ হয়ে যাবে। অথবা নিছক একখণ্ড কেন্দ্রীয় কোর পরে থাকবে। যদিও এই গ্রহটির কোনো কোর আছে কি না; এ ব্যাপারে জ্যোতির্বিদেরা নিশ্চিত নন। গ্রহটি নিয়ে আরো ভালোভাবে জানার জন্য আরো শক্তিশালী টেলিস্কোপ কাজে লাগানো হবে। এর মধ্যে রয়েছে নির্মাণাধীন জেমস ওয়েব টেলিস্কোপ। যেটি ২০২১ সালের মার্চ মাসে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে।

সবচেয়ে উত্তপ্ত গ্রহের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে WASP-33B নামক গ্রহটি। কেল্ট-৯বি এর আগে এটিই ছিল সবচেয়ে উত্তপ্ত গ্রহ। এটি আমাদের থেকে ৩৭৮ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এর তাপমাত্রা ৩২০০ ডিগ্রী সেলসিয়াস।

References :
1. sciencealert.com
2. ndtv.com

Comments are closed.