একটা ভুল ধারনা, “ল্যাপটপ এর ব্যাটারি ওভারচার্জ এর কারণে নষ্ট হয়।”
অধিকাংশ ল্যাপটপ এর ব্যাটারি Lithium-ion অথবা Lithium-Polymer দিয়ে বানানো হয়। এইসব ব্যাটারির একটা বৈশিষ্ট্য হলো ১০০% চার্জ হলে এরা আর চার্জ নেয় না। তো প্রশ্ন হলো ব্যাটারি নষ্ট হয় কেনো?
গবেষনায় দেখা গেছে, এই ব্যাটারিগুলো ৩-৬ হাজার বার পুরোপুরিভাবে ডিস- চার্জ হতে পারে। অর্থাৎ ৩-৬ হাজার বার এর বেশি ০% চার্জ এ গেলে ব্যাটারি আর চার্জ নেওয়ার ক্ষমতা রাখে না। আরো একটি কারন হলো ব্যাটারির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এর উপরে যাওয়া। এই তাপমাত্রা যদি অনেকক্ষন ধরে ল্যাপটপ এ থাকে তাহলে ব্যাটারি চার্জ হয়না। এক্ষেত্রে করণীয় হিসেবে গবেষকগণ বলেছেন, ৪০ ডিগ্রি সেলসিয়াস এর বেশি গেলে ব্যাটারি খুলে ঠান্ডা হতে দেওয়া, অথবা চার্জ দেওয়া অবস্থায় ল্যাপটপ অফ রাখা অথবা স্লিপ করে রাখা এবং ব্যাটারি এর চার্জ সবসময় ৪০-৮০% এর মধ্যে রাখা।
যেভাবে ল্যাপটপের ব্যাটারি ভালো রাখবেন।

Leave a Reply