আমদের চিরপরিচিত প্রতিবেশী গ্রহ হল মঙ্গল। এই গ্রহ নিয়ে গবেষণার কমতি নেই বিজ্ঞানীদের মাঝে। এখানে পানি আর প্রাণের অস্তিত্ব থাকা নিয়ে অনেক গবেষণাই হয়েছে এবং হচ্ছে। এর আগে বিজ্ঞানীরা কয়েকবছর আগে মঙ্গলে পাঠানো কিউরিয়োসিটির মাধ্যমে প্রমাণ পেয়েছিলেন পানি থাকার ইঙ্গিত। কিন্তু এবার তারা অনেকটা নিশ্চিতভাবেই খুঁজে পেয়েছেন তরল পানির হ্রদ।
সম্প্রতি মার্কিন জার্নালে ইতালীয় গবেষকদের একটি প্রতিবেদন বেরিয়েছে। সেখানেই বলা হয়েছে এই তরল পানির হ্রদ আবিষ্কারের বিষয়টি। মার্স এক্সপ্রেস নামে যে নভোযান মঙ্গলের কক্ষপথ পরিদর্শন করছে, তার ভেতরে মার্সিস নামে একটি রাডার এই জলাধারের সন্ধান পেয়েছে। ধারনা করা হচ্ছে মঙ্গলের দক্ষিণ মেরুর কাছে বরফের আচ্ছাদনের নিচে অবস্থিত এই হ্রদের প্রশস্ততা প্রায় ২০ কিলোমিটার। কিন্তু এর গভীরতা মাপতে পারেনি রাডার মার্সিস। তবে গবেষকদের ধারণা মতে এর গভীরতা ১ মিটার হতে পারে।
ইতালীয় ন্যাশনাল ইন্সটিটিউট ফর এস্ট্রোফিজিসিস্টের প্রফেসর রবার্তো ওরোসেই বলেন, “এটি সত্যিই এক পানির আধার। একটি হ্রদ। পাথর আর বরফের মধ্যে এসে জমে থাকা কোনো ধরনের বরফগলা পানি নয়। পৃথিবীর কিছু কিছু হিমবাহতে যেমনটি ঘটে থাকে।”
এতে করে মঙ্গলে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা বাড়লো কিনা এমন প্রশ্নের উত্তরে ড. মনিশ প্যাটেল বিবিসিকে বলেন,
“মঙ্গলে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়ার কাছাকাছি আমরা পৌঁছে গেছি তা এখনও নিশ্চিত করে বলা যাবে না। কিন্তু গবেষণার এই ফলাফল আমাদেরকে পথ দেখাচ্ছে যে মঙ্গলের কোথায় আমরা প্রাণের সন্ধান করব”
এখন বিজ্ঞানীদের লক্ষ্য হচ্ছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এই হ্রদের প্রকৃতি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আবিষ্কার করা।
Leave a Reply