আগামী বছর থেকে আমাদের চির চেনা মাপের একক ‘কিলোগ্রাম’ আবার পরিবর্তিত হতে যাচ্ছে। এতদিন ধরে আমরা ভরের একক হিসেবে ‘কিলোগ্রাম’ ব্যবহার করে এসেছি। আর আমাদের এই ‘কিলোগ্রাম’কে সংজ্ঞায়িত করা হত একটি বিশেষ প্লাটিনাম-ইরিডিয়াম সিলিন্ডারের ভর থেকে। প্রায় ১৮৮৯ থেকে আমরা এই সিলিন্ডারকে একক ধরে কিলোগ্রাম কে সংজ্ঞায়িত করেছি। কিন্তু ২০১৮ থেকে এই সংজ্ঞা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু চিন্তার কিছু নেই, আমাদের ভরের একক কিলোগ্রামর মানের কোন পরিবর্তন হবে না। শুধুমাত্র এর নতুন সংজ্ঞা নির্ধারিত হবে। সবজায়গায় কিলোগ্রামর মান আগের মতই থাকবে।
আমরা সেকেন্ড আর মিটারকে সংজ্ঞায়িত করতাম ধ্রুবক দিয়ে। যেমন সেকেন্ডের ক্ষেত্রে আমরা সিজিয়াম পরমাণুর একটা নির্দিষ্ট স্পন্দন সংখ্যা হিসেব করতাম আর মিটারের ক্ষেত্রে ব্যবহার করতাম আলোকে। তো এই দুটো জিনিস ব্যবহার করে মহাবিশ্বের যেকেউ যেকোনো যায়গা থেকে সেকেন্ড আর মিটারকে মাপতে পারবে। কিন্তু কেউ যদি কিলোগ্রামমাপতে যায় তাহলে তার ঐ প্লাটিনাম-ইরিডিয়াম সিলিন্ডারটি লাগবে নতুবা সিলিন্ডারের একটা কপি অন্ত লাগবে। তো দেখা যায় যে আমাদের মাপজোখের বর্তমান এই পদ্ধতিতে সমস্যা রয়ে গেছে।
এই সমস্যা দূর করার জন্যই জার্মানের এক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ভর মাপার জন্য একটি নতুন পদ্ধতির কথা জানিয়েছেন। তারা ভর মাপার জন্য মহাবিশ্বের আরেকটি ধ্রুবক ‘প্ল্যাঙ্কের ধ্রুবক’ এর কথা বলেন। গবেষকেরা ইতোমধ্যে বৈদ্যুতিক মাপজোখের সাথে ওজনের মাপজোখের একটা সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছেন প্ল্যাঙ্কের এই ধ্রুবক ব্যবহার করে।
প্ল্যাঙ্কের ধ্রুবক মূলত কোয়ান্টাম মেকানিক্স সহ বিজ্ঞানের অনেক তত্ত্বে প্রচুর ব্যবহৃত হয়েছে। এই ধ্রুবক পদার্থের শক্তির সাথে কম্পনের একটা সম্পর্ক স্থাপন করে। আর আমরা জানি শক্তির সাথে ভরের একটা সম্পর্ক আছে। প্ল্যাঙ্কের ধ্রুবক থেকেই আগামীতে আমাদের ভরের সংজ্ঞা নির্ধারিত হবে। যেহেতু কিলোগ্রামকে প্ল্যাঙ্কের ধ্রুবকের মাধ্যমে নির্ধারণ করা হবে তাই এর নাম দেয়া হয়েছে ‘প্ল্যাঙ্ক ব্যালেন্স’ বা ‘প্ল্যাঙ্কের তুলনা’। কিবল ব্যালেন্স নামক একটা যন্ত্র দিয়ে প্ল্যাঙ্কের ধ্রুবক একেবারে সূক্ষ্মভাবে মাপা সম্ভব। এই যন্ত্র দিয়েই নতুন এই ‘প্ল্যাঙ্কের ব্যালেন্স’ বানানোর জন্যই গবেষকরা এখন ব্যস্ত আছেন।
কিলোগ্রাম এর নতুন এই সঙ্গাকে আমাদের পক্ষ থেকে স্বাগতম। এই পদ্ধতির মাধ্যমে মহাবিশ্বের যেকোনো যায়গা থেকে কিলোগ্রাম নির্ধারণ করা খুব সহজ হয়ে যাবে। তখন আর কিলোগ্রাম মাপার জন্য কাউকে পৃথিবীতে রাখা প্লাটিনাম-ইরিডিয়ামের সিলিন্ডারের ভর মাপা লাগবে না।
আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত ‘২৬ তম ওজন ও পরিমাপের সাধারণ সম্মেলন’-এ নতুন এই কিলোগ্রামকে অফিসিয়াল ভাবে স্বীকৃতি ও ঘোষণা প্রদান করা হবে।
প্রতিবেদক