অপারেটিং সিস্টেম হিসেবে কেমন প্যারট লিনাক্স।

ওপেনসোর্সের কথা উঠলেই সবার চেয়ে এগিয়ে থাকে লিনাক্স। ওপেনসোর্স অপারেটিং সিস্টেম হিসেবেই নয় বরং দিনে দিনে রেগুলার অপারেটিং সিস্টেম হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে লিনাক্স এর বিভিন্ন ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রো।

কম্পিউটার সিকিউরিটির কথা মাথায় রেখে ডেবিয়ান ভিত্তির অপারেটিংসিস্টেম হল প্যারট লিনাক্স বা প্যারট সিকিউরিটি ওএস । কম্পিউটার সিকিউরিটি ওএস বা অপারেটিংসিস্টেম হিসেবে বেশ জনপ্রিয় হলো কালি লিনাক্স তবে ইউজার ইন্টারফেস এবং ব্যাবহারকারীর সুবিধার্থে টীম ফ্রোজেন বক্স ডেভেলপ করে ডেবিয়ান সিরিজের আরেকটি অপারেটিং সিস্টেম যা প্যারট সিকিউরিটি ওএস (Parrot security OS) হিসেবে পরিচিত।

প্যারট লিনাক্স মুলত ব্যাবহার করা হয় ওয়েব সাইটের ক্ষতিকর জায়গা গুলি নিশ্চিত করন, পেনটেস্টিং এবং সার্ভার সিকিউরিটির জন্য। তাছাড়া হ্যাকারদের কাছে বেশ জনপ্রিয়তা রয়েছে প্যারট লিনাক্সের। ১০ এপ্রিল ২০১৩ সালে প্রথম প্রকাশ করা হয় এই অপারেটিং সিস্টেমটি। ১০ এপ্রিল ২০১৩ থেকে ১৮ মে ২০১৭ পর্যন্ত প্যারট লিনাক্সের মোট ৩৬টি ভার্সন বের হয়। তার মধ্যে প্যারট ৩.৬ ভার্সনটি লেটেস্ট বা সর্বশেষ ভার্সন।

মনোলেথিক কার্নেলের সাথে মেইট ডেক্সটপ এর সাথে অসাধারন ইউজার ইন্টারফেস তৈরী করেছে প্যারট লিনাক্স। প্যারট লিনাক্স ৩২বিট, এমডি ৬৪, (৩২,৬৪) এআরএম প্লাটফরম এ কাজ করে।

লাইট ওয়েট ডিস্ট্রিবিউশন হিসেবে যেইসব ডিভাইসের RAM 256 MB এবং ১৬ জিবির স্টোরেজে নিখুত ভাবে চলার ক্ষমতা রয়েছে এই অপারেটিং সিস্টেমের। ৩২বিট – ৬৪ বিট, এমডি, এ আর এম প্রসেসরে আরাম ভাবেই চলতে সক্ষম সিকিউরিটি স্পেশালিষ্ট পেরট।

অপারেটিংসিস্টেম হিসেবে অনেক দ্রুত এবং গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম প্যারট সিকিউরিটি ওএস। অপারেটিং সিস্টেম হিসেবে একবার হলেও ট্রাই করবেন প্যারট সিকিউরিটি ওএস টি। পরের লেখায় Installation গাইডলাইন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ।

প্রতিবেদকঃ তাকদিরুল ইসলাম শিশির

Comments are closed.