পার্সোনাল হেলিকপ্টার “SureFly”

সত্তর এর দশকের James Bond 007 এ দেখা যায় বন্ড ৪টি ব্যাগ নিয়ে একটি গাইরোকপ্টারে করে চলে যায় ডিলেভারী দিতে। সে সময়ের জন্য এই প্রযুক্তির আশা করা আকাশ-কুসুম চিন্তা হলেও বর্তমানে তা করে দেখিয়েছে Workhorse টিম, যারা মূলত ট্রাক এর ডিজাইন করে।

এখনকার সময়ে অনেক হেলিকপ্টার পাওয়া যায় যেগুলো আকারে কিছুটা ছোট কিন্তু অনেক বেশি দাম থাকাই সবার কাছে তা ব্যবহার উপযোগী হয়ে উঠে নি। Workhorse চিন্তা করেছে ,তারা একটি পার্সোনাল Octacopter তৈরি করবে, যা কিনা আকারে ছোট, কম জ্বালানি ব্যবহার আর থাকবে কার্বন ফাইবার এর হালকা ও মজবুদ সাসপেনসন।

অনেক খাটা-খাটুনির পর তারা তৈরি করলো “SureFly” নামে একটি Octacopter. এটি ৪০০ পাউন্ড বহন করতে পারবে। ডিজাইন করা হয়েছে গাড়ির আকারের মতো। এর ইঞ্জিনেও রয়েছে বিশেষত্ব। হেলিকপ্টার এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যখন দুর্ঘটনাবশত ফিউল ট্যাঙ্ক এ সমস্যা হয় বা জ্বালানী সরবরাহ বন্ধ হয়ে যায় তবে তা সরাসরি মাটিতে পরে যাবে। কিন্তু SureFly এ গ্যাসোলিন এর পাশাপাশি একটি লিথিয়াম আয়ন ব্যাটারিরও ব্যবস্থা আছে, যেনো কোনো কারণে জ্বালানী সরবরাহে সমস্যা হলে সাথে সাথেই তা ব্যাটারি দিয়ে চলবে কিন্তু কেবল মাত্র ৫মিনিট ই ব্যাটারি ব্যাকআপ থাকবে। আগেই বলে রাখি, SureFly এ রয়েছে auto-pailot প্রোগ্রাম। যা ওই ৫ মিনিট সময়ে আপনাকে সেফ ল্যান্ডিং এর নিশ্চয়তা দিবে। আট পাখার মাল্টি রোটেটিং মোটর ব্যবহার করা এই Surefly এ ঘণ্টায় ৭০-১১০ মাইল স্পিডে সর্বোচ্চ দুইজন একসাথে চড়তে পারবে এতে। ২০১৯ সালের মধ্যে সম্পূর্ণ ভাবে মার্কেটে পাওয়া যাবে বলে জানিয়েছে Workhorse.

Comments are closed.