প্রথমবারের মত আমাদের গ্যালাক্সির বাইরে গ্রহের সন্ধান

 

আচ্ছা,  মহাবিশ্বের সবকিছুই কি আমরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে দেখতে পাই? নাকি অনেক কিছু রয়ে গেছে দৃষ্টি অগোচরে?

আমাদের ১০^১১ নক্ষত্র সম্বলিত সুবিশাল Milky Way গ্যালাক্সিটির মত আরও ১০^১১ টি গ্যালাক্সি রয়েছে। তবে এবারই প্রথম সন্ধান পাওয়া গেল আমাদের গ্যালাক্সির বাইরের একটি গ্রহের।  এখন পর্যন্ত ২ রা ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মহাকাশবিদরা আমাদের Milky Way এর বাইরপ গ্রহগুলির আবিষ্কারের ঘোষণা দেন।

আমাদের  গ্যালাক্সি Milky Way থেকে  সূর্য ছাড়া অন্য নক্ষত্রকে কেন্দ্র করে ঘূর্ণায়মান এমন exoplanet খুঁজে পাওয়া দুষ্কর।  তবে অল্প কিছু উপায় রয়েছে দূরবর্তী  গ্রহসমূহ খুঁজে বের করার।  আর এই উপায়গুলো ভিন্ন ভিন্ন দূরত্বে অবস্থান করা গ্রহগুলোর জন্য ভাল কাজ করে।  উদাহরণস্বরূপ বলা যেতে পারে রেডিয়াল বেগ পদ্ধতিতে মধ্যাকর্ষণ প্রভাব রয়েছে এমন নক্ষত্রগুলোকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহগুলো শনাক্ত করা যায়। এটি  ১০০ আলোকবর্ষ দূরবর্তী গ্রহসমূহ সন্ধানে ভাল কাজ করে।

মহাকর্ষীয় পর্যবেক্ষণ আপেক্ষিকতা তত্ত্বের স্থান কাল বক্রতা বিষয়টির কাছে চিরকৃতজ্ঞ।  স্থান কাল বক্রতা বিষয়টি অনেকটা এমন যে যদি যথেষ্ঠ ভারী বস্তুর পাশ দিয়ে আলো অতিক্রম করে আসলে আলোটি বস্তুর চারপাশে বক্ররেখা হবে।  আর এই প্রক্রিয়া অবলম্বন করে আমরা নক্ষত্র, গ্যালাক্সি,  ছায়াপথ,  গ্রহ ইত্যাদি সনাক্তকরণ করে থাকে।

গবেষকগণ নাসার চন্দ্র এক্স-রে পর্যবেক্ষণ তথ্যকে কাজে লাগিয়ে RXJ 1131-1231 কোয়াসার থেকে অদ্ভুত  এক আলোকছটা পর্যবেক্ষণ করেন যা ৩.৮ বিলিয়ন আলোকবর্ষ দূর হতে আসছিল।  আর আইনস্টাইনের আপেক্ষিকতা তথ্য দ্বারা গবেষকগণ ব্যাখ্যা করেন যে এটি নি:সন্দেহে একটি গ্রহ সংলগ্ন  আলোকছটা। আর এর দূরত্বই বলে দিচ্ছে গ্রহটি ভিন্ন গ্যালাক্সির।

 

 

story source : NASA, ESA, and P. Jeffries (STScI)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>