আরেক পৃথিবী – প্রক্সিমা সেনটাওরি বি ( পর্ব -২)

 

প্রক্সিমা সেনটাওরি বি গ্রহটি মোটামুটি পৃথিবী থেকে মাইল থেকে ২৫ প্রিলিয়ন মাইল দূরে অবস্থিত। আর ভর হিসেবে পৃথিবীর ভর থেকে ৩০% বেশি। পৃথিবীর মাত্র ১১ দিন সময়ে গ্রহটি তার নক্ষত্রটির চারপাশে একবার ঘুরে আসে,  পৃথিবীর মাত্র ১১ দিনে সেখানে এক বছর হয়।  ১৯৯২ সালে সৌরজগতের বাইরে প্রথম কোনো গ্রহ দেখতে পান বিজ্ঞানীরা।  এর মাঝে কেটে যায় অনেক বছর আর কেপলার স্পেস টেলিস্কোপ  দিয়ে তিন হাজারেরও বেশি ভিন গ্রহের দেখা মিলেছে তবে এই প্রথমই প্রাণবান্ধব গ্রহের সন্ধান মিলল।

 

সে নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহটি ঘোরে তার ভর সূর্যের ভরের মাত্র ১২%।  ভর কম হওয়াতে হ্যাবিটেবল জোন( গ্রহসমূহ প্রদক্ষিণ এর স্থান)  নক্ষত্রের অনেক কাছ থেকেই শুরু হয়।  গ্রহটিতে যদি বায়ুমন্ডল থাকে তাহলে এর তাপমাত্রা ৩০-৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হবে যা ওই গ্রহটিতে পানি থাকার সম্ভাবনাকে দৃঢ় করে।

 

কোনো গ্রহে প্রাণ সৃষ্টির জন্যে বায়ুমন্ডল থাকাটা খুব জরুরি।  প্রক্সিমা সেনটাওরি বি গ্রহে বায়ুমন্ড আছে কিনা বা তাও কোনো কালে ছিল কিনা,  সে ব্যাপররে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেন নি বিজ্ঞানীরা। তবে আমেরিকান মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং জ্যোতির্বিজ্ঞানীর কথায়,  প্রক্সিমা সেনটাওরি -বি সেনটাওরিতে থাকা বায়ুমণ্ডল সম্পর্কে কোনো তথ্য পায় নি।

এই গ্রহেও রয়েছে পৃথিবীর মত চাঁদ ( উপগ্রহ)।

 

গত পর্বের সংক্ষেপন:

আমাদের পৃথিবীরমতই আরো একটি পৃথিবী ( একই ধরনের জলবায়ু,  ভর ওই গ্যালাক্সিতে তার অবস্থান ঠিক পৃথিবীর মতই তাই এমনটি লেখা)।  প্রক্সিমা সেনটাওরি আমাদের থেকে অনেক কাছের  ভিন্ন গ্যালাক্সির গ্রহগুলোর একটি। মাত্র  ৪.২৩৬ আলোকবর্ষ দূরেই অবস্থিত। সূর্যের মত এরও রয়েছে তাপ প্রদানকারী  একটি নক্ষত্র।

 

 

 

 

source source :

http://www.ice.csic.es/personal/iribas/Proxima_b/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>