‘প্রক্সিমা সেনটাওরিও -বি ‘ আরেক পৃথিবী ( পর্ব -১)

গ্রহটির বৈজ্ঞানিক নাম ‘প্রক্সিমা সেনটাওরি-বি‘।  আমাদের সৌরজগতের মত আরও অনেক সৌরজগৎ( Solar System)  আছে আর তার মধ্যেই পৃথিবীর খুব কাছাকাছি আলফা সেনটাওরিও হল  আরও একটি সৌরজগতের মূল আলোক উৎস যা ৪.২৪ আলোকবর্ষ দূরে রয়েছে ।  আর ‘প্রক্সিমা সেনটাওরি-বি’ এই সৌরজগতের পাথুরে গ্রহ।  শুধু তাই নয়,  বিজ্ঞানীরা গ্রহটিকে নিয়ে আশায় বুক বেঁধেছেন এবং তারা ‘পাশের প্রতিবেশী ‘ বলে দাবি করেছেন।

 

ভরের দিক থেকেও ‘প্রক্সিমা সেনটাওরি -বি ‘ পৃথিবীর কাছাকাছি এবং অনেকটাই পৃথিবীর মত দেখতে। গ্রহটি সৌরমন্ডলে যাকে ঘিরে পাক মারছে,  সেই নক্ষত্র আলফা সেনটাওরি আমাদের সূর্যের তাপের মত অত্যন্ত প্রস্ফুটিত নয়। বরং তা অনেকটা নিভু নিভু আচের উনুন।  আমাদের সূর্যের মতো সেই উনুনের চেহারাটাও নয় খুব বড় মাপের।  জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বামন আকৃতির এই নক্ষত্রটিকে ‘রেড ডোয়ার্ফ স্টার’ কিংবা লাল বামন নক্ষত্র বলা হয়।  ফলে,  একে পদক্ষিণ করতে গিয়ে সদ্য আবিষ্কৃত ভিন গ্রহটির পুড়ে খাক হয়ে যাওয়ার সম্ভাবনা কম।

পানি যেহেতু জীবনের অন্য নাম,  তাই এই ব্রাক্ষান্ডের অন্য কোথাও প্রাণ খোঁজার যাত্রাপথে প্রথম স্টপেজটা হতে চলছে এই প্রক্সিমা সেনটাওরি -বি গ্রহটি।

মহাকাশের এই মুল্লুকে প্রাণ খুঁজতে প্রথমেই এই ভিন গ্রহ থাকতে হবে।  কারণ, গ্রহটি আমাদের সবচেয়ে কাছে।

যার মানে,  সর্বাধুনিক মহাকাশের গতিবেগ যা, তাতে আজ যাত্রা শুটু করলে তা প্রক্সিমা সেনটাওরি – বি ভিন গ্রহে পৌঁছাবে ৭০ হাজার  বছর পর।  তবে আগামী দিনে মহাকাশযান চলবে লেজার রশ্নির তেজে।  ফলে তা হয়ে যাবে অনেক দ্রুত গতির।  তাই প্রাণের সন্ধানে করা অভিযান শুরু করতে প্রক্সিমা সেনটাওরি- বি গ্রহে পৌঁছান হবে সহজ।

Story source: http://www.ice.csic.es/personal/iribas/Proxima_b/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>