রেডমি নোট ৭; নেক্সট বাজেট কিং!


শাওমি রেডমি সিরিজ তুমুল জনপ্রিয়তা পাবার প্রেক্ষিতে রেডমি সিরিজের নতুন স্মার্টফোন চীনে লঞ্চ করতে যাচ্ছে শাওমি। রেডমি নোট ৭ নামক এই ডিভাইস অনেক নতুন ফিচার নিয়ে বাজারে এসেছে। শাওমি’র সিইও লেই জুন ১০ জানুয়ারি ঘোষণা করেন, রেডমি এখন থেকে শাওমির সাব-ব্র্যান্ড। আর রেডমি নোট ৭ হলো রেডমি ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন। এই ফোনে থাকছে ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৮৬ সেন্সর, স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট এবং বিশাল ক্যাপাসিটির ব্যাটারি। চীনে এটির দাম শুরু হচ্ছে ৯৯৯ ইউয়ান, অর্থাৎ ১৫০ ডলার থেকে। এই ডিভাইস অনেক নতুন ফিচার নিয়ে বাজারে এসেছে।

৬.৩ ইঞ্চির এই আইপিএস এলসিডি’র ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরার জন্য এবং এই ডিসপ্লেততে ব্যবহৃত হয়েছে কর্নিং গরিলা গ্লাস। এটির রেজ্যুলেশন হলো ১০৮০ x ২৩৮০ পিক্সেল। ১৯. ৫:৯ রেশিও’র ৪০৯ পিপিআই ডেনসিটির এই ডিসপ্লে কনটেন্ট ওয়াচিং বেশ ভালোই বলা চলে। অনেকের আশা ছিলো শাওমি তাদের রেডমি সিরিজের পরবর্তী ফোনে হয়তো নতুন কোনো প্রসেসর দেবে। কিন্তু, আশায় গুড়ে বালি দিয়ে চাপা দিয়ে তারা ঠিক পুরোনো প্রসেসর অর্থাৎ স্ন্যাপড্রাগন ৬৬০’ই দিয়েছে, তবে এটি মোটামুটি ভালো ফার্স্ট এবং এটির সিপিইউ রান করছে ২.২ গিগাহার্জে। এই ডিভাইস ৩/৩২ জিবি, ৪/৬৪ জিবি এবং ৬/৬৪ জিবি ভার্সনে বাজারে আসবে। এছাড়া, ডিভাইসে এক্সটা স্টোরেজ বাড়ানোর সুবিধা রয়েছে।

এই ডিভাইসে থাকছে ডুয়াল ক্যামেরা সেট-আপ। রিয়ারে থাকছে ৪৮+৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ৪৮ মেগাপিক্সেলের এফ/১.৮ অ্যাপার্চারের ক্যামেরা দিয়ে আশা করা যাচ্ছে বেশ ভালো মানের ছবি তোলা যাবে যেহেতু এটি কোয়াড-বায়ার ফিল্টার ব্যবহার করবে! আর সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে ৫ মেগাপিক্সেলের এফ/২.৪ ডেপথ সেন্সর। এবং এটিতে ভিডিও স্ট্যাবিলাইজেশনের জন্য ইআইএস রয়েছে। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেয়া আছে ১৩ মেগাপিক্সেলের এআই সেলফি শুটার।

আর ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে দেয়া হয়েছে ৪০০০ মিলি-অ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার নন-রিমুভাল ব্যাটারি এবং এটি কোয়ালকম কুইক চার্জ ৪ সাপোর্টেড। রেডমি নোট ৭ এ দেয়া হয়েছে ইউএসবি টাইপ সি; যা সত্যিই অসাধারণ। এছাড়া, বক্সে থাকবে ৫ ভোল্ট ২ অ্যাম্পিয়ারের চার্জার, কিন্তু আপনি চাইলে ১০ ইউয়ান অর্থাৎ ২ ডলার দিয়ে একটি ফার্স্ট চার্জার কিনে চার্জ দিতে পারেন যেটি কিনা ৯ ভোল্ট ২ অ্যাম্পিয়ার আউটপুটের। লেই জুনের মতে, এটি ০ হতে ১০০ শতাংশ চার্জ করার জন্য মাত্র ১ ঘন্টা ৪৩ মিনিট সময় নেবে!

এটি ব্লু, টোয়াইলাইট গোল্ড এবং ব্ল্যাক কালারে বাজারে ছাড়া হবে বলে জানা গেছে। এটির ৩/৩২ জিবি ভ্যারিয়েন্টের দাম হবে ৯৯৯ ইউয়ান(১৫০ ডলার), ৪/৬৪ জিবি ভার্সনের দাম হবে ১,১৯৯ ইউয়ান(১৮০ ডলার) এবং ৬/৬৪ জিবি’র দাম হবে ১,৩৯৯ ইউয়ান(২১০ ডলার)। সুতরাং, বোঝা যাচ্ছে এটি একটি বাজেট ফ্রেন্ডলি ডিভাইস হতে যাচ্ছে। শাওমি আপাতত প্রি-অর্ডার নেয়া শুরু করেছে। কিন্তু, এর মধ্যেই টেক বিশ্বে এটি নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে। বোঝাই যাচ্ছে, রিলিজ হওয়া মাত্রই এটি নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে!


তথ্যসূত্র : শাওমি’র অফিসিয়াল ওয়েবসাইট।

Comments are closed.