৬ষ্ঠ জন্মদিন এবং হার্ভার্ড এর শুভকামনা

গণিত ও পদার্থবিজ্ঞানে সুবর্ণের দক্ষতা।৬ বছর বয়সে, আপনি কতটুকু গণিত বা বিজ্ঞান সম্পর্কে ধারণা রাখতেন তা হয়তো আমার জানা নেই। তবে সে সময় আমি বিশ্বাস করতাম -পৃথিবীতে তিনটি দেশ আছে, “বাংলাদেশ, ইংরেজীদেশ (ধারণা করতাম এটা হয়তো ‘ইংল্যান্ড’) আর গণিতদেশ (এটা যে কোন দেশকে বোঝায় তা আজও অজানা)। সে বছরে এটুকু জানতাম যে, গণিত বলে একটা বিষয় আছে, ভবিষ্যতে বিষয়টার প্রেমে পরেও যাই। তবে ভাবুন তো, ৬ বছর বয়সে “হার্ভার্ড বিশ্ববিদ্যালয়” যদি আপনায় জন্মদিনের শুভকামনা জানাতো, এত্ত কম বয়সেই আপনার সম্পর্কে তারা অবগত হতো, তবে কেমন হতো!

অনেকে হয়তো অনুধাবণ করতে পেরেছেন, বিজ্ঞানবর্তিকার এ আর্টিকেলে আমরা আপনাদের কাছে বাংলাদেশী বংশোম্ভূত ‘সুবর্ণ আইজ্যাক’ এর কথা তুলে ধরব।
“শুভ জন্মদিন সুবর্ণ!”

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি

৬ বছর বয়সী সুবর্ণ এর পরিচিতি মূলত ‘গনিত’ এর মাধ্যমেই বলা চলে। খুব কম বয়স থেকেই গণিতের সাধারণ বিষয়গুলো তার মাথায় খুব সহজেই খেলত। অনেকটা সুবর্ণ নিজেই তার বাবাকে অনুপ্রাণিত করে গণিত ও পদার্থবিজ্ঞান এর অসাধারণ সব সমস্যা সমাধানে সাহায্য করতে।
ছোট্ট সুবর্ণ যখন আরো ছোট্ট ছিল, অসুস্থাবস্থায় তার বাবা রাশীদুল বারী যখন বললেন, “I love you more than anything else is the Universe”, তখন সুবর্ণ এর জবাব ছিল, “Universe or Multiverse?”

গত ২ রা মে, ২০১৮ তে , হার্ভার্ডের বর্তমান প্রেসিডেন্ট ‘Drew Gilpin Faust’-এর কাছ থেকে একটি চিঠি পায় সুর্বণ। সবচেয়ে মজার বিষয় হল- এই প্রথম হার্ভার্ড মাত্র ৬ বছর বা তার কমবয়সী কাউকে স্বীকৃতি জানায়।

সুবর্ণের জন্য হার্ভার্ড প্রেসিডেন্ট এর চিঠি।

 

প্রেসিডেন্ট ‘Drew Gilpin Faust‘ এর চিঠিটির বাংলা করলে তা অনেকটা এমন, যেখানে তিনি লিখেন-
“প্রিয় সুবর্ণ, ৬ষ্ঠ জন্মদিনের এই বিশেষ দিনটিতে তোমায় লিখতে পেরে আমি আজ আনন্দিত। আমি আশা করছি- আগামী দিনগুলো তোমার জন্য অসাধারণ কিছু মুহূর্ত নিয়ে আসবে, যে দিনগুলো থাকবে শিক্ষণীয় অভিজ্ঞতায় ভরপুর এবং একইসাথে তোমার জন্য অসাধারণ একটি ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করছি।”

 

সুবর্ণের ছেলেবেলা

সুবর্ণের ছেলেবেলা কেটেছে আমাদের সকলকে অবাক করে দেবার পূর্বপ্রস্তুতি নিয়ে। যেখানে আমি নিজেই অষ্টম শ্রেণীতে থাকতে পর্যায় সারণীতে ‘কোন মৌলের পরে কোনটি’ আছে ভুলে যেতাম, সেখানে সুবর্ণ মাত্র দেড় বছর বয়সে পর্যায়সারণীর বেশ কিছু মৌলের সম্পর্কে ধারণা লাভ করতে সক্ষম হয়। মাত্র ৩ বছর বয়সে সুবর্ণ লেবুর সাহায্য ব্যাটারী চালনার পরীক্ষণ করতেও সফল হয়। সাড়ে তিন বছর বয়সে বিখ্যাত বেশ কিছু কলেজ সুবর্ণ এর ব্যাপারে অবগত হয়। সুযোগ হয় বিখ্যাত একটি কলেজের প্রেসিডেন্ট এর সাথে সাক্ষাতের।সুবর্নর এই প্রতিভা যাচাই করে দেখার জন্য যুক্তরাষ্ট্রের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তাকে ডাকা হয়েছিল। নিউইয়র্ক এ “Medgar Evers College, CUNY” এর Vice President, Prof. Jerald Posman এই ছোট্ট শিশুটির রসায়নের পর্যায় সারনীর ওপর দখলত্ব দেখে মুগ্ধ হয়েছিলেন।এছাড়াও ভয়েস অব আমেরিকা, HuffPost সহ শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোও কথা বলেছে সুবর্ণের সাথে।

প্রসিডেন্ট থমাস ইসেকেনিবে সুবর্ণ এর ইন্টারভিউ নিচ্ছিলেন ।

সুবর্ণ’র বাবার বলেন, মাত্র দেড় বছর বয়স থেকেই সংখ্যা এবং অংকের প্রতি তার ছেলের আগ্রহ তিনি লক্ষ্য করেছিলেন। তখন তিনি তার ছেলেকে আরো কঠিন কিছু শেখাতে শুরু করলেন। তিনি সুবর্ণকে জ্যামিতির বিভিন্ন আকৃতি শেখালেন। তারপর শেখালেন রসায়নের পর্যায় সারনী।

আচ্ছা, একটি প্রশ্ন সম্ভবত অনেকেই মনে এখন ও রয়েছে, ” এত্ত ছোট্ট সুবর্ণ এর পক্ষে এসব কিভাবে সম্ভব হল?”
সুবর্ণের বাবা রাশেদুল বারী এর মতে, “Adam Smith এর থিওরি ‘Nurture is more powerful than Nature’ অনুযায়ী, শিশুকে যদি সযত্নে কোন বিষয় শেখানো হয় আর বিষয়টি যদি কঠিন ও হয়, নিবিড় প্রশিক্ষণ এর মাধ্যমে যেকোন শিশুর পক্ষেই তা শেখা সম্ভব।”

শুভ জন্মদিন সুবর্ণ!

২০১৭ সালের ১৩ ই জানুয়ারি তারিখে বাংলাদেশ প্রেসক্লাব ও টাইম টিভির যৌথ আয়োজনে সুবর্ণ কে নিউইয়র্ক সিটিতে গ্রান্ড রিসিপশন দেওয়া হয়। চার বছর বয়সেই পিএইচডি স্তরের গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের বেশ কিছু সমস্যার সমাধান করে সুবর্ণ।  নোবেল-বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস এর পর ২য় বাঙালী হিসেবে প্রসিডেন্ট বারাক ওবামা এর কাছ থেকে স্বীকৃতি পায় সুবর্ণ।

অর্ধ-যুগ অতিক্রম করায়, অসংখ্য শুভেচ্ছা রইলো ‘সুবর্ণ’ এর জন্য ‘বিজ্ঞানবর্তিকা‘-এর পক্ষ থেকে।

শুভ জন্মদিন, সুবর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>