Smart Earpiece যা ভাষাকে রুপান্তর করে পৌছে দেবে আপনার কানে!

 

মনে করুন আপনি জাপান ঘুরতে গেলেন। এখন কারো সাথে আপনার কথা বলতে হবে যে কিনা ইংরেজি ভাল জানেন না। আপনাকে বলল お元気ですか (Ogenkidesuka- অগেনকিদেসকা)। জাপানি ভাষার উপর ভালো দক্ষতা না থাকলে আপনার অবস্থাটা নিশ্চয় বেহাল হবে।

ধরুন আপনার কাছে Google Translator আছে, কিন্তু তাতে কি? আপনি কি Ogenkidesuka শব্দটি জাপানি ভাষায় লিখতে পারবেন? বা পারলেও সেটা অনেক সময়ের ব্যাপার।

তখন আপনি অবশ্যই এমন একজন কে আশা করবেন যে আপনাকে সেই ভাষা অনুবাদ করে আপনাকে শুনাবে।
আর সেই একজন যদি হয় একটি পরিধানযোগ্য ডিভাইস তাহলে তো কোন কথাই নেই।

সম্প্রতি নিউ ইয়র্কের waverly Labs এর তৈরী Pilot নামের একটি Smart Earpiece হলো সেই ডিভাইস যেটি আপনার কানের কাছে বলে দেবে お元気ですか এর মানে How are you? বা কেমন আছেন?

বাস্তবিক অনুবাদের (real-time translation)ক্ষেত্রে বর্তমান প্রযুক্তি অনেক অগ্রগতি করছে, তবে বিশ্বের প্রথম পরিধেয় অনুবাদক (Wearable Translator )-এর আবির্ভাব একটি বড় সাফল্য।


illi হচ্ছে সর্বপ্রথম পরিধেয় অনুবাদক।

এটি ব্যবহার করার জন্য, আপনাকে শুধুমাত্র একটি বাটন-টিপতে হবে, আর সাথে সাথে আপনার আজ্ঞাধীন গোলামের মতো তা অনুবাদ করে আপনাকে পাঠ করে শুনাবে। কিন্তু illi এর একটি সীমাবদ্ধতা রয়েছে। এটি মাত্র ৩ টি ভাষাকে ( জাপানিজ, চায়নিজ এবং ফ্রেঞ্চ) ইংরেজি তে রুপান্তর করতো।

কিন্তু Pilot নামের এই smart earpiece আপনাকে যেকোন ভাষা অনুবাদ করে শুনাতে পারবে – এমনটাই দাবী করেছেন প্রতিষ্ঠানটির CEO, Andrew Ochoa
By default ১৫ টি ভাষা অনুবাদ করে শুনাতে পারবে এই ডিভাইসটি। আপনি আরো ভাষা চাইলে স্পেশালভাবে অর্ডার দিতে পারবেন।

উল্লেখ্য যে, ব্যবহারকারীর কোনপ্রকার ইন্টারনেট বা ওয়াইফাই এর সাথে সংযুক্ত হওয়ার প্রয়োজন নেই।
এটি আপনি আপনার ওয়্যারলেস হেডফোনের মতোই কানে ব্যবহার করতে পারবেন। তবে

গ্যাজেটটির সাথে আপনি পাবেন পাইলট অ্যাপ নামের একটি মোবাইল আপ্লিকেশন। পাইলট অ্যাপটি Speech recognition, Machine translation এবং Speech synthesis এর মাধ্যমে সমস্ত অনুবাদের কাজগুলি কার্যকরভাবে সম্পন্ন করতে পারবে এবং Earpiece টি BLUETOOTHTECHNOLOGY এর মাধ্যমে ফোন এর সাথে সংযুক্ত থাকবে।

চলুন অবাক করা এই ডিভাইসটি নিয়ে একটি ভিডিও দেখা যাকঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>