আগামী শনিবার ,১১ আগস্ট, ২০১৮ হতে পারে একটি আংশিক সূর্যগ্রহণ।
গত বছর ২১ আগস্ট, ২০১৭ এক শতাব্দী পর এই পূর্ণ বলয় গ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল যুক্তরাষ্ট্রের কেনটাকি,মিডওয়ে হ্যাটল দ্বীপ, হাওয়াই দ্বীপপুঞ্জ ও ব্রাজিল থেকে।
বাংলাদেশ থেকে কবে প্রথম সূর্যগ্রহণ দেখা গেছে, তার সঠিক হিসাব নেই। তবে সতেরো শতকে (১ সেপ্টেম্বর ১৬৪৪) প্রথম পূর্ণগ্রাস গ্রহণ দেখার নথি রয়েছে। এরপর আংশিক, বলয়গ্রাস ও পূর্ণগ্রাস মিলিয়ে আরও ১৯ বার সূর্যগ্রহণ দেখা গেছে বাংলাদেশ থেকে। এর আগে সর্বশেষ ২০০৯ সালের ২২ আগস্ট বাংলাদেশের পঞ্চগড় থেকে পূর্ণ গ্রাস সূর্য গ্রহণ দেখছিলো দেশবাসী।
পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করে। এ সময় পৃথিবীর মানুষের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এ ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়।
চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর মানুষের কাছে কিছু সময়ের জন্য সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়।
তবে এবার যে সূর্যগ্রহণ টি হবে তা মেটোনিক সিরিজ এর অন্তর্গত যার পাঁচটি চক্রের মধ্যে প্রায় প্রতি ১৯ বছর পরেই পুনরাবৃতি করে । এই চক্রের শেষ গুলো হচ্ছে আগস্ট ১২, ১৯৪২ ; আগস্ট ১১, ১৯৬১ ;আগস্ট ১০,১৯৮০ ;আগস্ট ১১, ১৯৯৯ । এরই ধারাবাহিকতায় আগামী ১১ আগস্ট ,২০১৮ সূর্যগ্রহণ ঘটতে চলেছে ।
এখানে চাঁদটি সর্বাধিক ৬৫% সৌর ডিস্কের মধ্যে ঢুকবে, যা সর্বোচ্চ সকাল ৯.৪০ ইউটিসি ( ৫.৪৭ এটি) এর র্যাঙ্গেল দ্বীপের কাছকাছি পূর্ব সাইবেরিয়ান সাগরে ঘটবে। উত্তর গোলার্ধের অনেক দেশ থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে । পূর্ব কানাডায় ভোরের পর এটির সম্মুখীন হওয়ার এবং উত্তর ও দক্ষিণ কোরিয়া থেকে সূর্যাস্তের অনুষ্ঠান দেখতে সক্ষম বলে আশা করা যায় । সিওলবাসীরা সূর্যের ৩৫ শতাংশ কভারেজ দেখতে পাবেন বলে মনে করা হচ্ছে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টা ২ মিনিট ১৮ সেকেন্ডে গ্রহণটি শুরু হয়ে ৫টা ৩০ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। বিকেল ৫টা ৪৬ মিনিট ১৮ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ হবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ০.৭৩৬।
কিন্তু দুঃখের বিষয় যে বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না । পূর্ণগ্রাস এই গ্রহণ দেখতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে ১০৫ বছর ।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পূর্ব এশিয়ায় দৃশ্যমান পরবর্তী সোলার অ্যাক্লিপস ৬ জানুয়ারী ২০১৯ তারিখে আরেকটি আংশিক হবে। এর পরের টি মহবে ২ জুলাই ২০১৯ প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ আমেরিকা জুড়ে ।
তথ্যসূত্র ঃ Royal Astronomical Society