প্রকৃতির সুন্দরতম সৃষ্টি হলো রঙধনু। একপশলা বৃষ্টির পর যখন রোদের উত্তাপে উষ্ণ হয়ে যায় প্রকৃতি, তখন সমস্ত আকাশজুড়ে দেখা যায় সাতরঙা সুন্দরতম রঙধনু। বেশ লাগে দেখতে! ইচ্ছে করে হাতের মুঠোয় আঁকড়ে ধরি ঐ অপূর্ব সুন্দর রঙগুলিকে! কিন্তু ওটা তো আর সম্ভব নয়!
তবে চাইলেই কিন্তু আমরা ঘরে বসে অল্প কিছু উপাদান দিয়ে বানিয়ে ফেলতে পারি চমকপ্রদ একটি কৃত্রিম রঙধনু। যা বন্দি হয়ে থাকবে আমাদের হাতের মুঠোয় ধরা ছোট্ট একটি গ্লাসের ভেতর। বন্ধুদের ও চমকে দিতে পারবো ভীষণভাবে। ছোট্ট খাটো একটা সাইন্স প্রজেক্ট হিসেবেও কিন্তু এটা দারুণ।আবার এই ট্রিক্স ব্যবহার করে কিন্তু বাহারী রঙিন জুস কিংবা সিলেটের সাতরঙা চা ও বানিয়ে ফেলা যায়!
কি চমৎকার,তাই না?
তাহলে চলো এখন আমরা জলদি জলদি জেনে নেই কীভাবে তৈরি করতে পারবো এই চমৎকার রঙধনুটি।
প্রথমেই সংগ্রহ করে নিতে হবে প্রয়োজনীয় উপকরণগুলি। আর সেই প্রয়োজনীয় উপকরণগুলি হচ্ছে –
১.আটটি গ্লাস। স্বচ্ছ ও লম্বা হতে হবে।
২. চা চামচ।
৩.চিনি।
৪.পানি।
৫.কালারিং ট্যাবলেট কিংবা ফুড কালার।
৬.সিরিঞ্জ।
এবার তাহলেজেনে নিই প্রক্রিয়াটি।
ধাপ -১ :
সাতটি গ্লাস পানি দিয়ে পূর্ণ করে নিতে হবে। ( মৃদু গরম পানি ব্যবহার করলে প্রক্রিয়াটি অধিক ফলদায়ক হবে।)
ধাপ-২:
প্রতিটি গ্লাসে পরিমাণমতো উজ্জ্বল রঙের ফুড কালার কিংবা কালারিং ট্যাবলেট মিশিয়ে নিতে হবে।
ধাপ -৩:
প্রথম গ্লাসটি বাদে বাকি ছয়টি গ্লাসে বিভিন্ন পরিমাণে চিনি মিশিয়ে নিতে হবে। যেমন :
দ্বিতীয় গ্লাসে ১ চা চামচ চিনি।
তৃতীয় গ্লাসে ২ চা চামচ চিনি।
চতুর্থ গ্লাসে ৩ চা চামচ চিনি।
পঞ্চম গ্লাসে ৪ চা চামচ চিনি।
ষষ্ঠ গ্লাসে ৫ চা চামচ চিনি।
এবং সর্বশেষ গ্লাসটিতে ৭ চা চামচ চিনি মিশিয়ে নিতে হবে।
ধাপ-৪:
চামচ দিয়ে চিনি সম্পূর্ণ মিশ্রিত হবার আগ পর্যন্ত অনবরত নাড়তে থাকো।
ধাপ -৫ :
এবার আট নাম্বার গ্লাসটি সামনে নাও। এবং সবচাইতে বেশী চিনির দ্রবণ ওয়ালা গ্লাস অর্থাৎ সপ্তম গ্লাসটি থেকে পরিমাণমতো রঙিন পানি ঢেলে নাও।
তারপর ষষ্ঠ গ্লাসটি থেকে সিরিঞ্জ দিয়ে পরিমাণমতো পানি সংগ্রহ করো। ধীরে ধীরে অতি সাবধানে যত্ন সহকারে সম্পূর্ণ তরলটি ঢেলে নাও ঐ পাত্রে। দেখবে দু’টো রঙের খুব সুন্দর আলাদা দু’টো লেয়ার তৈরি হয়ে যাবে।
এভাবে পর্যায়ক্রমে একই প্রক্রিয়ায় সবগুলো গ্লাসের তরল পরিমাণ মতো ঢেলে নিতে হবে নতুন গ্লাসটিতে।খেয়াল রাখতে হবে ,রঙিন পানির লেয়ারটা যেনো একদমই নষ্ট না হয়!
ব্যাস,তৈরি হয়ে যাবে চিনির পানির রঙধনু! যা দিয়ে চমকে দিতে পারবো আমরা সবাইকে ভীষণভাবে।
https://www.youtube.com/watch?v=fXwRThc_A8A