১৫১ বছর পর পৃথিবীবাসী দেখবে ‘সুপার ব্লু ব্লাড মুন’

mno

Blue moon, Super Moon & Blood Moon তিনটি নাম হয়তো আমাদের অনেকের সাথেই পরিচিত। এগুলো হচ্ছে চাঁদের বিভিন্ন দশা। এবার একই রাতে একসাথে দেখা যাবে ব্লু মুন, সুপারমুন এবং ব্লাড মুন। ১৫১ বছর পর ঘটতে চলেছে এমন ঘটনা। আর বিরল এই ঘটনাটি ঘটবে চলতি মাসের ৩১ তারিখে। (৩১-০১-২০১৮)

চন্দ্রগ্রহণের দিন সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় আসে । সূর্য আর চাঁদের মাঝে থাকে পৃথিবী। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ার কারণে পৃথিবী থেকে চাঁদকে আর দেখা যায় না মানে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। আর তখনই হয় পূর্ণ চন্দ্রগ্রহণ।

mo

৩১ জানুয়ারিও হবে পূর্ণ চন্দ্রগ্রহণ। কিন্তু সেদিন গ্রহণ ছাড়াও দেখা যাবে অভাবনীয় কিছু দৃশ্য। নাসা চাঁদের এই দুর্লভ রূপ বদলের নাম দিয়েছে ‘সুপার ব্লু ব্লাড মুন’।

BLUE MOON:

নামে নীল চাঁদ হলেও নীল রঙের সঙ্গে এ চাঁদের কোনো সম্পর্ক নেই। একই মাসে দু’বার পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার চাঁদকে বলা হয় ব্লু-মুন।

h

সাধারণত সৌর বর্ষপঞ্জিতে বারোটি পূর্ণ চন্দ্র মাস সম্পন্ন হয়ে থাকে অর্থাৎ বারোটি পূর্ণিমা ঘটে। তবে সৌর মাসের তুলনায় চন্দ্রমাসে দৈর্ঘ্য কম। চন্দ্র মাস ২৯.৫ দিনে সম্পন্ন হয়। সাধারণ হিসেবে বলা যায়, চন্দ্র বছর সৌর বছরের তুলনায় গড়ে এগারো দিন কম হয়ে থাকে। এই অতিরিক্ত দিনগুলোর কারণে গড়ে প্রতি ২.৭ বছরে এমন একটি মাস পাওয়া যায় যখন একই মাসে দুইটি পূর্ণিমা ঘটে।

নাম কেন ব্লু?

ইংরেজীতে একটি প্রবাদ আছে “Once in a blue moon” যেটি বাংলাতে বলা হয় “অমাবস্যার চাঁদ”। এটি দুস্প্রাপ্য / দুর্লভ কিছু বোঝাতে ব্যবহৃত হয়।
মূলত ” BLUE MOON” নাম হওয়ার কারণ এটাই যে একই মাসে দুইবার পূর্ণিমা ঘটা খুবই দুস্প্রাপ্য / দুর্লভ।

SUPER MOON:
sm

সুপারমুন চাঁদের একটি দশা বা অবস্থা, চাঁদ যখন পৃথিবীর খুব কাছে অবস্থান করে তখন চাঁদকে পৃথিবী থেকে তুলনামূলকভাবে অনেক বড় আর উজ্জ্বল দেখায়। পূর্ণ গোলাকার চাঁদের এই অবস্থাকে সুপারমুন বলা হয়।
বাংলায় একে অতিকায় চাঁদ ও বলা হয়।

BLOOD MOON:

bm

একই দিন সুপারমুন এবং চন্দ্রগ্রহণ হওয়ায় চাঁদ রক্তিম রং ধারণ করবে। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ার ফলে ওই সময় চাঁদে লাল বা কমলা রঙের আভা দেখা যায়। এই অবস্থাকে বলা হয় ব্লাড মুন।

এর আগে ১৮৬৬ সালের ৩১ মার্চ একই সঙ্গে ব্লু-মুন ও চন্দ্রগ্রহণ দেখেছিল বিশ্ববাসী।

সুপারমুন ও ব্লু মুন প্রায় সব জায়গা থেকে দেখা যাবে।তবে ব্লাড মুন সবথেকে ভালো দেখা যাবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার কিছু অংশ এবং সেন্ট্রাল ও ইস্টার্ন এশিয়ার দেশগুলোতে। তবে আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের এই বিরল দৃশ্য বেশিরভাগ জায়গাতেই দেখা যাবে না।

Comments are closed.