ইতিহাসের ভয়ংকরতম ৫ টি ট্যাংক!


Battle Tank! নাম শুনলেই চোখে ভাসে মুভি বা যুদ্ধ গেইমে দেখা দানবের মতো কিছু যন্ত্র যাদের দেহ লোহার বর্মে তৈরি এবং আছে অতিকায় নলাকৃতির ক্যানন যা গোলাবর্ষণ করে। হ্যাঁ এটাই হচ্ছে ট্যাংক। মুভি বা গেইমে যেরকম বিধ্বংসী রূপে এদের দেখা যায় বাস্তবেও তেমন। আলোচনা করা হলো পৃথিবীর অন্যতম বিধ্বংসী ৫ টি ট্যাংক নিয়ে।

T- 90A

১। T- 90A

রাশিয়ান ট্যাংক। ১৯৪০ সাল থেকেই রাশিয়ান সেনাবাহিনীতে এই ট্যাংক সার্ভিসে রয়েছে। T-54 মিডিয়াম ট্যাংক হচ্ছে এর মূল ভার্সন। তবে এখন T-72/80 সিরিজের ট্যাংকগুলোর সাথেও সরাসরি সম্পর্কিত T- 90। প্রায় ১০০ এর বেশি T-90 রয়েছে রাশিয়ান সেনাবাহিনীতে। এতে রয়েছে ১২৫ মিলিমিটার 2A46M Main cannon। আবার রয়েছে 9M119M refleks লেজার গাইডেড মিসাইল যা ৭০০ মিলিমিটার লোহার বর্ম ভেদ করতে সক্ষম এবং প্রায় ৩.১ মাইল দূরবর্তী বস্তুতে নিঁখুতভাবে আঘাত হানতে পারে। এন্টি ট্যাংক মিসাইলও ছোঁড়া যায় T-90 থেকে।

M1 Abrams

২। M1 Abrams

প্রস্তুতকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। Abrams হচ্ছে আমেরিকান সেনাবাহিনীর ব্যবহৃত একটি নিয়মিত ট্যাংক। ১৯৭০ সাল থেকে কমিশন পেলেও এতে বর্তমানে অনেক আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। যেমন জার্মানির ডিজাইন করা ১২০ মিমিঃ main cannon। সাথে রয়েছে ইউরেনিয়াম ডিপ্লেটেড ফুল বডি আর্মর। M1 এর ক্ষমতা বিশ্বের অনেক ট্যাংক থেকে প্রবল। যেমনটা ফায়ার পাওয়ার তেমনই এর গতি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুটি বিখ্যাত যুদ্ধ লড়েছে এই ট্যাংক। ১৯৯১ সালের Gulf war এবং ২০০৩- ২০১০ সালের ইরাক যুদ্ধ। এবং এতটা সফল ছিল যে ইরাকের কোনো ট্যাংকই টিকতে পারেনি এর সম্মুখে।

Leopard 2

৩। Leopard 2

জার্মানির বিখ্যাত একটি ট্যাংক। একে অনেক দিক থেকেই বলা হয় Abrams এর পিসতুতো ভাই। যদিও পাশাপাশি থাকলে মনে হয় যমজ ভাই কিন্তু আমেরিকান Abrams ইউরেনিয়ামের প্লেট দ্বারা আবৃত এবং বেশি সুরক্ষিত। Leopard ইউরোপের মধ্যে খুবই জনপ্রিয় একটি ট্যাংক। যদিও Abrams প্রথমে সাড়া ফেলেছিল কিন্তু বেশিদিন ইউরোপের বাজারে টিকতে পারেনি। স্পেন থেকে তুর্কি, ইউরোপের সব দেশ গুলোতেই প্রায় এর গুরুত্ব অনেক বেশি। আবার অনেক দেশ গুলো এর রেপ্লিকা ব্যবহার করে হাইব্রিড leopard তৈরি করছে।

Merkava IV

৪। Merkava IV

Merkava কে বলা হয় বিশ্বের অন্যতম শক্তিশালী একটি ট্যাংক। কারণ হচ্ছে এর গাঠনিক নন্দন, আত্মরক্ষার কৌশল এবং ফায়ার পাওয়ার। ১৯৭০ সালের দিকে ঈসরায়েল ডিজাইন করে ট্যাংকটি। এতে রয়েছে ১২০ মিমি মেইন ক্যানন। তাছাড়াও রয়েছে ২ টি মেশিনগান, গ্রেনেড লঞ্চার, স্মোক লঞ্চার ইত্যাদি। তাছাড়াও এর গতি হচ্ছে ঘন্টায় ৬৪ কিলোমিটার। যুদ্ধে বেশ ভালো কৌশল দেখানোর পর থেকে বর্তমান বিশ্বে খুব জনপ্রিয় এই ট্যাংক।

Challenger 2

৫। Challenger 2

ব্রিটিশদের ডিজাইন করা অন্যতম বিধ্বংসী এক দানব। এটি এতটা শক্তিশালী কারণ ট্যাংকটির আর্মর তৈরি হয়েছে উন্নত মানের সংকর ধাতু দ্বারা যা খুবই হালকা ওজনের কিন্তু এতটা শক্তিশালী যে সরাসরি গোলাও আটকে ফেলতে পারে। ১৯৯৪ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে কমিশন পায়। এতে রয়েছে উন্নত প্রযুক্তির L30E4 120 mm rifled gun যা গতিশীল টার্গেটকে খুব সহজেই আঘাত করতে পারে। তাছাড়াও আছে ৭.৫৬ মিলিমিটারের মেশিনগান। রয়েছে ৫০ রাউন্ড গোলা সংরক্ষণের জন্য যথেষ্ট লোড। Gulf War এ প্রায় ৪ কিলোমিটার দূর থেকে একটি ইরাকী ট্যাংকে ধ্বংস করার রেকর্ডও রয়েছে এর।

Comments are closed.